Darjeeling Tour : দার্জিলিং বেড়াতে যাবার কথা ভাবছেন! এই নতুন নিয়ম জানেন তো? ভুল করলেই হতে পারে ৫ হাজার টাকা জরিমানা…

দার্জিলিং বেড়াতে যাবার কথা ভাবছেন

কাজের ফাঁকে সময় পেলেই অনেকে ভ্রমণে (Tour) বেরিয়ে পড়েন। এই ভ্রমণপিপাসু মানুষদের কাছে খুব প্রিয় একটি জায়গা দার্জিলিং (Darjeeling)। বছরের নানা সময়ে এই স্থানে পর্যটকদের বিশাল ভিড় জমে। প্রসঙ্গত শীতকাল চলে এলো। আর শীত মানেই দার্জিলিং ভ্রমণ (Darjeeling Tour)। আপনিও কি এই শীতে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন? তবে ভুলেই দার্জিলিংয়ের রাস্তায় এই ভুল করবেন না। তাহলে নিয়ম অনুসারে গুনতে হতে পারে ৫০০০ টাকার জরিমানা। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Tour

আসলে দার্জিলিংকে দূষণ মুক্ত রাখার জন্য এক নয়া পদক্ষেপ নিল দার্জিলিং পুরসভা (Darjeeling Municipality)। এর মধ্যে দিয়ে পাহাড়ি এলাকায় তিনটি নতুন বিধিনিষেধ (New Restrictions) আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ জারি করলো হামরো পার্টি পরিচালিত দার্জিলিং পুরসভা। এই বিধিনিষেধ অনুসারে জনবহুল এলাকায় সিগারেট ধরানো যাবে না। যেখানে সেখানে থুথুও ফেলা যাবে না। অন্যদিকে নোংরা, আবর্জনাও ডাস্টবিনে ফেলতে হবে। পুরসভার তরফ থেকে ডাস্টবিন দেওয়া থাকবে। এই বিধিনিষেধ ভাঙলে দিতে হবে স্পট ফাইন (Spot Fine) ও আর্থিক জরিমানা (Penalty)। গত ৫ই নভেম্বর থেকে এই নিয়ম জারি করা হয়েছে।

এই শীতের মরশুমে দার্জিলিং পর্যটকদের ভিড়ে ঠাসা। দিন দিন বাড়ছে দূষণ। আর পাহাড়বাসীকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই নতুন পদক্ষেপ। গতকাল হটাৎ করেই পৌরসভা পুলিশকে নিয়ে এক অভিযান চালান। এই অভিযানে নেতৃত্ব দেন জঞ্জাল অপসারণ বিভাগের ভারপ্রাপ্ত কাউন্সিলর গোপাল পারিয়ার (Councilor of Garbage Removal Department Gopal Pariyar)। গত কাল বিগবাজার থেকে চকবাজার হয়ে সোজা ম্যাল রোড ধরে এই অভিযান (Road Show) চলে। এই অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় ১০ জনকে আটক করেন পুলিশ। এর মধ্যে কিছুজন ছিলেন পর্যটক। নিয়ম ভাঙায় ৫০০ টাকা করে স্পট ফাইন দিতে হয়।

Darjeeling

ধারাবাহিকভবেই এমন অভিযান চালানো হবে বলে জানিয়েছেন গোপাল পারিয়ার। পুলিশ কর্তৃপক্ষ শহরের জনবহুল এলাকাতে নজরদারি চালাবে। একটি মোবাইল নম্বরও দেওয়া হবে। অভিযোগ করতে হলে, একটি ছবি তুলে স্পটের নাম লিখে এই নম্বরে পাঠাতে হবে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পুরসভার টিম। থুতু ফেলা ও ধূমপানের জন্যে ৫০০ টাকা এবং যত্রতত্র নোংরা, আবর্জনা ফেললে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এর জন্য চালানও দেওয়া হবে। দার্জিলিংয়ের বিশিষ্টজনেরা পুরসভার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Tourist places