নিজের বরের হাতে কিডন্যাপ হয়ে ড্যাডিকে টুপি পরাচ্ছে গুনগুন, খরকুটো স্বর্ণালী যখন ক্রেজি মুডে

সিরিয়াল হল বর্তমান বিনোদন জগতের এক অন্যতম অঙ্গ। তবে বাংলা বা হিন্দি যাই হোক না কেন, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সমস্ত কাজ সেরে পরিবারের সবাই মিলে একসাথে টিভির সামনে সিরিয়াল দেখতে মজে পরিবারের বিভিন্ন সদস্যরা। তবে বর্তমানে দর্শকদের পছন্দের এমনই একটি জনপ্রিয় মেগা সিরিয়াল হল স্টার জলসার ‘খরকুটো’। হাসি মজায় ভরপুর মুখার্জি পরিবারের যৌথ সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন-সৌজন্যের খুনসুটি নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালে গুনগুনের দুষ্টু মিষ্টি আচরণ বিশেষভাবে দর্শকদের মনকে জয় করেছে।

তবে বেশ কিছুদিন ধরে খরকুটো সিরিয়ালে দেখা যায় গুনগুনের আচরণের ওপর একের পর এক দোষারোপ। ঘটনার সূত্রপাত হয় বাড়ির এক নতুন সদস্য অর্থাৎ মিষ্টির সদ্যোজাত কন্যা পুচু সোনাকে কেন্দ্র করে। পুচু সোনাকে নিয়ে গুনগুনের বাড়াবাড়ি দেখতে দেখতে দর্শকের মতোই বিরক্ত হয়ে উঠেছিল তার শ্বশুরবাড়ির লোকেরাও।

একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মুখার্জি পরিবারের সকলেই গুনগুনকে কাঠ গড়ায় তুলে দোষারোপ করতে শুরু করে। সেই কঠিন পরিস্থিতিতে গুনগুন তার স্বামীর সৌজন্যকেও পাশে পায়নি। তাই নিয়ে এই অপমানের কথা জানতে পেরে গুনগুনকে চিরকালের জন্য মুখার্জি পরিবারের বাড়ি থেকে নিয়ে চলে আসে গুনগুনের ড্যাডি। তবে গুনগুনের আচরণে বিরক্ত হলেও বাড়ির কেউই চাননি গুনগুন কে বাড়ি থেকে নিয়ে যাওয়া হোক।

 

তবে গুনগুন ও ফিরে আসতে চায় তা শ্বশুরবাড়ি মুখার্জি পরিবারে। গুনগুন বিভিন্ন বাহানা করে মুখার্জি পরিবারের সঙ্গে দেখা করতে আসে।ষতার এক বাহানারই অংশ হলো স্বর্ণালী। সে তার ড্যাডিকে মিথ্যা কথা বলে যে “সে বালিতে তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছে”। তাই কিছু উপায় না ভেবে গুনগুন তার স্বামীকে তাকে কিডন্যাপ করার কথা বলে।

 

এরপর তার স্বামী সৌজন্য গুনগুনকে বাড়ি ফিরিয়ে আনতে টিম পটকার সাথে মিলে তাকে কিডন্যাপ করার প্ল্যান করে। ইতিমধ্যে টিভিতে সম্প্রচারিত হয়েছে সেই পর্ব। যেখানে দেখা যায় রাতের অন্ধকারে ডাকাত সেজে নিজের বউকে কিডন্যাপ করছে সৌজন্যে। যা দেখে খুবই খুশি সগুন ভক্তরা।

Related Articles

Back to top button