অবিকল মানুষের মতো ঝর ঝর করে কথা বলছে কাক, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

অবিকল মানুষের মত কথা বলছে একটা কাক

সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে দুনিয়ার খবর এখন হাতের মুঠোয়। নানা ধরণের খবর এখানে প্রকাশ পায়। সাথে সাথে মানুষকে বিনোদনও (Entertainment) দিয়ে থাকে। মাঝে মধ্যেই এমন সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়, যা খুবই অবাক করে। চোখ মিললেই দেখা যায় সেই সব বিনোদন মূলক ভিডিও। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেট জুড়ে। সম্প্রতি এমনই এক ভিডিও(Viral Video) সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, যেখানে একটি কাক (Crow) হবুহু মানুষের মতো করে কথা বলছে। আজকের প্রতিবেদনে ভাইরাল হওয়া সেই ভিডিওটি নিয়ে কথা বলবো।

Crow video

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। যার মধ্যে থাকে পোষ্য পশু-পাখিদের নানা রকম ভিডিওও। মানুষ এগুলি দেখতে খুবই পছন্দ করে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে (Youtube Channel) এমনই এক কথা বলা পাখির ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক হয়েছে সকলে।

পাখি কথা বলে এটা কোনো নতুন বিষয় নয়। কেননা টিয়া- কাকাতুয়া- ময়না পাখিগুলি সাধারণ ভাবে কথা বলে থাকে। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে বিশেষ কারণ রয়েছে। কখনো কাককে মানুষের মতো কথা বলতে শুনেছেন? শোনেন নি তো? অবাক হচ্ছেন নিশ্চই, যে কাক আবার কথা বলে নাকি। তবে এটা সত্য। ভাইরাল হওয়া ভিডিওটিতে একটি কাককে(Crow Talking Video) অবিকল মানুষের মতো কথা বলতে দেখা যাচ্ছে।

 

বাংলাদেশের এক ইউটিউবার এই ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছেন। প্রসঙ্গত বাংলাদেশের (Bangladesh) রাজশাহী জেলার এক বাড়িতে কোনো এক ঝড়ের রাতে একটি কাক হারিজ হয়। যে ঝড়ের কবলে পড়ে খুবই অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিল। ওই বাড়ির এক যুবতী কাকটিকে সুস্থ করে তোলে এবং সযত্নে লালন পালন করে বড় করে। তিনিই এই কাকটিকে বাংলায় কথা বলা শিখিয়েছেন। পোষ্য কাকটির নাম রাখা রয়েছে ‘কামিনী’। ওই যুবতী কাকটির কথা বলার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে কাকটি হুবহু মানুষের মতো কথা বলছে। কাক কথা বলছে, এটাই ভিডিওটিকে স্পেশাল করে তুলেছে। ভিডিওটি প্রকাশ পাবার পর তা দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।