Video: গাইকে শিকার করার ধান্দায় ছিল কুমির, কিছুক্ষনের মধ্যেই ঘুরে গেলো খেলা

জঙ্গলে (Jungle) থাকা পশুপাখিদের (Animals) বেঁচে থাকার জন্য ও খাওয়ার জোগাড় করার জন্য প্রতিদিন সংগ্রাম করতে হয়। আমরা টিভিতে ন্যাশেনাল জিওগ্রাফি বা নেট জিও ওয়াইল্ড চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় (Social media) জঙ্গলে থাকা পশু পাখিরা কিভাবে প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে বা খাদ্য জোগাড় করে তার দৃশ্য তো আমরা দেখেই থাকি। ওয়াইল্ড লাইফের এই ধরণের ভিডিও গুলি প্রায় সোশ্যাল মিডিয়ায় (Social media)  ভাইরাল (Viral)হতে থাকে।

যেমন সম্প্রতি এরকমই একটি শিকারের (Hunting) ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral) হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটু ক্ষুদার্থ কুমির নিজের খিদে মেটানোর জন্য কিভাবে একটি গরুকে (cow) নিজের খাওয়ার বানালো। ভিডিওয়ের প্রথমে দেখা যাচ্ছে যে একটি ভয়ঙ্কর কুমিরকে (crocodile) জলাশয়ের পাশ দিয়ে যাওয়া একটি গরুকে (cow) শিকার (Hunting) করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেই সময় গরুটি সাহস না হারিয়ে কুমিরের (Crocodile) বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে জলাশয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

https://www.instagram.com/reel/CkX1f1VIeX3/?igshid=YmMyMTA2M2Y=

সেই সাথে কুমিরটিও মুখ দিয়ে গরুর পিঠ কামড়ে ধরে থাকে ও তাকে ডোবানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ভিডিওর শেষে কুমিরটিকে ক্লান্ত হয়ে পড়তে দেখা যায় আর সেই সময় গরুর লেজ কুমিরের চোয়াল থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে যায় এবং তার জীবন বাঁচাতে সক্ষম হয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং এই ভিডিও দেখার পর ভালো-ভালো মানুষে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গেছে। এই ভিডিওটি প্রচুর দেখা হচ্ছে এবং শেয়ার করা হচ্ছে। এই ভিডিওটি এখনো পর্যন্ত হাজার-হাজার ভিউ পেয়েছে। একই সঙ্গে ভিডিওতে লাইক দেওয়ার প্রক্রিয়াও চলেই চলেছে। আর ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। আপনিও অবশ্যই জানাবেন এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো?