বিশ্বের এমন এক অদ্ভুত দেশ যেখানে কয়েক সপ্তাহ যায় না সূর্যের অস্ত

বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে সূর্য উদয় হওয়ার পর টানা অনেকদিন সকাল থাকে এবং সঙ্গে হওয়ার পর টানা অনেক সন্ধ্যে বা রাত থাকে।

এই বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যেই দেশ গুলি নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত। কোনো দেশের সৌন্দর্য্যের কারণ হয় সেই দেশের আবহাওয়া, সুন্দর সুন্দর টুরিস্ট প্লেস, হিস্টোরিকাল প্লেস, খাওয়ার, সুন্দর দৃশ্য, সকাল বা বিকেল। কিন্তু আপনি কখনো এমন দেশের কথা শুনেছেন যেখানের সকাল ও বিকেল দেখার জন্য মানুষ দীর্ঘদিনের অপেক্ষা করতে হয় ? কি অবাক হলেন? তবে জানিয়ে দি এই বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে সূর্য উদয় হওয়ার পর টানা অনেকদিন সকাল থাকে এবং সঙ্গে হওয়ার পর টানা অনেক সন্ধ্যে বা রাত থাকে। আসুন এই আর্টিকেলের মাধ্যমে জেনেনি বিশ্বের কোন দেশগুলিতে এমন ঘটনা ঘটে।

১) নরওয়ে: এটি এমন একটি দেশ যেখানে টানা ৭৬ দিন টানা সকাল থাকে ও সূর্য অস্ত যায় না। নরওয়ে মিডনাইট সান নামেও পরিচিত। নরওয়ের স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত, সূর্য আকাশে বর্তমান থাকে অর্থাৎ অস্ত যায়না ও রাত হয়না।

Norway

২) নূনাভুত (কেনেডা): নূনাভুত শহরেও টানা ২ মাস দিন থাকে অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর অস্ত যায় না এবং রাত হয় না। আর শীতকালের সময়টা এখানে টানা রাত থাকে।

Nunavut (Caneda)

৩) ফিনল্যান্ড: এইখানে ৭৩ দিন পর্যন্ত সূর্য অস্ত যায় না অর্থাৎ টানা দিন থাকে এবং শীতকালের সময় এখানে টানা বহুদিন সূর্য উদিত হয় না অর্থাৎ রাত থাকে।

Finland

৪) সুইডেন: এটি অনেক সুন্দর একটি দেশ কিন্তু এখানে মে মাসে থেকে আগস্ট মাস পর্যন্ত রাত থাকে অর্থাৎ সূর্য উদয় হয় না। আর আগস্ট মাসের পর যখন সূর্য উদয় হয় তখন টানা ৬ মাস পর্যন্ত টানা দিন থাকে।

Sweden

 

৫) আলাস্কার:  সুন্দর হিমবাহ সারা বিশ্বে বিখ্যাত। জানলে অবাক হবেন কিন্তু এখানেও মে থেকে জুলাই পর্যন্ত কোন রাত নেই। এর পর শীত শুরু হলে নভেম্বরের শুরু থেকে একমাস টানা রাত থাকে।

Alasca

৬) আইসল্যান্ডে: গ্রেট ব্রিটেনের পরে আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ। যেখানে জুন-জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না, যার কারণে এখানে টানা দিন থাকে।

Iceland