জানা গেলো পৃথিবীতে থাকা মোট পিঁপড়ের সংখ্যা, পরিসংখ্যান দেখলে বিশ্বাস করতে পারবেন না

পিঁপড়ের মোট সংখ্যা

মিষ্টির গন্ধ পেলেই মানুষের থেকেও যারা আগে ছুটে আসে, তারা হলো পিঁপড়ে (Ants)। তবে কখনো দেখেছেন একটি মাত্র পিঁপড়েকে আসতে দেখেছেন? নিশ্চই বলবেন না। কেননা পিঁপড়ে একা আসেনা, দলবদ্ধ ভাবে আসে। যা গোনা কোনো সাধারণ মানুষের কম্ম নয়। তবে সেই পিঁপড়ে নিয়েই এক অজানা তথ্য উঠে আসলো গবেষণার মাধ্যমে। এক দল বিজ্ঞানী (Scientists) পৃথিবী জুড়ে পিপীলিকা-সুমারি’ করে ফেললো। সেই গবেষণায় (Research) উঠে আসলো পৃথিবী (Earth) জুড়ে পিঁপড়েদের সংখ্যা। সেই সংখ্যা শুনলে আপনি অবাক হবেন। আজকের প্রতিবেদনে আপনাদের এ বিষয়টি নিয়েই জানাবো। চলুন প্রতিবেদন থেকে জেনে নিন পৃথিবী জুড়ে পিঁপড়ের সংখ্যা।

Ants

পৃথিবীতে এখনো পর্যন্ত ১৫ হাজারের বেশি পিঁপড়ের প্রজাতি ও উপজাতি রয়েছে। পিঁপড়ে, যা ডাইনোসরের থেকেও প্রাচীন। বহু যুগ আগেই এরা পৃথিবী বুকে এসেছে। সারা বিশ্বেই এর বিভিন্ন প্রজাতি ছড়িয়ে রয়েছে। তবে তার সংখ্যা কত? তা এতদিন আন্দাজের বাইরে ছিল। এবারে গবেষণার মাধ্যমে পিঁপড়ের সংখ্যা নির্ণয় করলেন হংকং বিশ্ববিদ্যালয়ের (Hongkong University) একদল গবেষক। গবেষণায় উঠে এসেছে যে, পৃথিবী জুড়ে প্রায় ২০ কোয়াড্রিলন পিঁপড়ে রয়েছে। প্রসঙ্গত, ১ কোয়াড্রিলনের অর্থ ১ হাজার লক্ষ কোটি। অর্থাৎ এটি সংখ্যা হিসাবে হিসাব করলে দাঁড়ায়, ২০ হাজার লক্ষ কোটি। অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার লক্ষ কোটি পিঁপড়ে রয়েছে।

তবে কিভাবে বিশ্ব জুড়ে পিঁপড়ের সংখ্যা গণনা করলেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।
ওই গবেষণাপত্রে লেখা রয়েছে, ‘গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে পিঁপড়ের বিভিন্ন প্রজাতি। বিভিন্ন সময়েই এই প্রাণীটির সংখ্যা কত তা ভাবিয়ে তুলেছে প্রকৃতিবিদদের। কিন্তু উপযুক্ত পদ্ধতি এবং অভিজ্ঞতার অভাব ছিল।’ এর আগে বেশ কিছু গবেষণাপত্র প্রকাশ প্রকাশ করেছিলেন বিভিন্ন বিজ্ঞানী। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিঁপড়ের ঘনত্ব নিয়ে এই গবেষণা করা হয়েছিল। এ নিয়ে মোট ৪৮৯টি গবেষণাপত্র এখনো পর্যন্ত প্রকাশ পেয়েছে। এর উপর ভিত্তি করেই বিজ্ঞানীরা পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা নির্ধারণ করেছেন।

Ant

অঞ্চল ভেদে পিঁপড়ের সংখ্যার তারতম্য ঘটে বলে জানিয়েছেন গবেষকরা। পিঁপড়ের সংখ্যা সংক্রান্ত গবেষণা পত্রে বলা হয়েছে, পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে পিঁপড়ের সংখ্যা প্রায় ছয় গুন বেশি। পৃথিবীর সমস্ত পিঁপড়ে মিলিয়ে মোট ওজন হবে এক হাজার ২০০ কোটি কিলোগ্রাম। অর্থাৎ সমগ্র বিশ্বের মোট পিঁপড়ের ৩০ ওজন, ৩০ লক্ষ ভারতীয় হাতির (Indian Elephant) ওজনের সমান। গবেষকরা বলছেন, ‘পিঁপড়ের এই বিশ্ব মানচিত্র আমাদের ভূগোল ( Geography) এবং বৈচিত্র চেনাতে আরও সাহায্য করবে। এ ছাড়াও পরিবেশগত পরিবর্তনের ক্ষেত্রে পিঁপড়েদের মধ্যে কী প্রতিক্রিয়া দেখা দেয় তাও বোঝা যাবে।’