মেলেনি ভালো চাকরি, দুইভাই ঘরে বসেই শুরু করলেন এই চমৎকার ব্যবসা, আজ ৮ হাজার কোটি টাকার মালিক

IIT করে পায়নি ভালো কাজ, আজ দুই ভাইয়ের নতুন ব্যবসার আইডিয়া ৩৫ মিলিয়ন অনুসরণকারী

বর্তমানে সরকারি চাকরি বা ভালো কোন ‘প্রাইভেট সেক্টরে’ চাকরি যেন মরুভূমির মরীচিকা হয়ে দাঁড়িয়েছে। তাই কর্মসংস্থানের দিকে তাকিয়ে শিক্ষা অর্জন করলেও তরুণ প্রজন্মকে ব্যবসার দিকে ঝুঁকিপূর্ণ হতে হচ্ছে। এমনই দুই ভাইয়ের একটি ঘটনা আজকের আলোচনায়। যেখানে দুই ভাই দিল্লি থেকে IIT ডিগ্রী অর্জন করে ভালো কোন কাজ না পাওয়াতে স্বয়ংক্রিয় ব্যবসা সূচনা করে। আজ সেই ব্যবসায় তারা কোটিপতি। আসুন জানা যাক দুই ভাইয়ের নেপোথ্য কাহিনী (Success Story)!

Car dekho.com owner

হ্যাঁ, আমরা আপনাকে রাজস্থানের জয়পুরের অমিত জৈন ও অনুরাগ জৈন এই দুই ভাইয়ের কথা বলতে যাচ্ছি। এই দুই ভাই দিল্লি থেকে আইআইটি (IIT) ডিগ্রি অর্জন করেন। তারপর বড় ভাই অমিত জৈন ৭ বছর ‘ট্রিলোজি’ কোম্পানিতে কাজ করেন এবং ছোট ভাই ‘সাবের হলিডেজ’ কোম্পানিতে ৫ বছর কাজ করেন। কিন্তু সেই কাজ তাঁদের পছন্দ মত ছিল না। একইসঙ্গে, তাঁদের বাবার শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফিরে আসেন।

 

তারপর ভালো কোন কাজ না পাওয়াতে এই দুই ভাই নতুন আইডিয়া নিয়ে বাড়ি থেকেই কাজ শুরুর চিন্তা-ভাবনা করেন। তারা একটি নতুন প্লাটফর্ম তৈরী করার কথা ভাবলেন, যেখানে মানুষের ক্ষেত্রে গাড়ি কেনা সহজ হয় এবং তারা ২০০৮ সালে Car Dekho.com ওয়েবসাইট চালু করেন। যেখানে এই ওয়েবসাইটে মানুষ খুব সহজেই ভালো গাড়ি সনাক্ত করতে পারবে।

Car dekho.com

কথায় আছে সঠিক দিশায় কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি আত্মবিশ্বাস সাফল্য একদিন পায়ে চুমু খাবে। কোন ব্যবসার আগে নিজেদের চিন্তাভাবনা ও ব্যবসার প্রভাব বিস্তারের জন্য ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। এই দুই ভাই ঠিক এমনটাই করেছিল। যেখানে তাদের তৈরি স্টার্টআপ আজ উচ্চ সাফল্যে পা দিয়েছে।

Car dekho.com owner

আমরা আপনাকে বলি, এই ওয়েবসাইটে আপনি একসাথে চারটে গাড়ি তুলনা করতে পারবেন। যেখানে দেখতে পাওয়া যাবে গাড়ির ছবি, ভিডিও এবং গাড়ির প্রতিটি সাইট ৩৬০° ভিউ দেখতে পাবেন। যেখানে খুব সহজেই আপনি সনাক্ত করতে পারবেন একাধিক গাড়ির ভালো মন্দ। জয়পুরে থেকেই এই দুই ভাই সংস্থাটি শুরু করলেও আজ সারাদেশে ছড়িয়েছে। বলা হচ্ছে, প্রতি মাসে প্রায় ৩৫ মিলিয়ন মানুষ গাড়ি অনুসন্ধানের জন্য এই ওয়েবসাইটটি অনুসরণ করেন। তাদের এই ব্যবসা আজ ৮ হাজার কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।