বড়ো আবিষ্কার: পরিবেশ দূষণ কমাতে মাশরুম থেকে তৈরি হবে কম্পিউটারের এই পার্টস

মাশরুমের চামড়া থেকে তৈরি হবে কম্পিউটারের চিপ, গোটা বিশ্বে কমবে ই-বর্জ্যরের ব্যবহার

কম্পিউটার চিপ (Computer Chip) তৈরিতে বিজ্ঞানীদের এবার অভিনব আবিষ্কার। সারা বিশ্বে যখন ইলেকট্রনিক বর্জ্যের হুমকি বাড়ছে তখন বিজ্ঞানীরা মাশরুম (Mushroom) ব্যবহার করে কম্পিউটার চিপ বানানোর প্রস্তুতি নিয়েছে। আমরা আপনাকে বলি, ইলেকট্রনিক্স চিপ গুলির ভিতরের সার্কিট গুলি পরিবাহী ধাতু দিয়ে তৈরি। এগুলিকে ঠান্ডা রাখার জন্য অন্তরক বেসে তৈরি করা হয়। যেগুলিকে সাবস্ট্রেট (substrate) বলা হয়ে থাকে।

Mushroom

অর্থাৎ প্রতিটি কম্পিউটার চিপে সাবস্ট্রেট থাকে। এই সাবস্ট্রেটগুলি একটি অ-পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি। চিপ নষ্ট হয়ে গেলে সেগুলিকে সাধারণত ফেলে দেয়া হয়। সারা বিশ্বে প্রতি বছর ৫০ মিলিয়ন টন ইলেকট্রনিক্স বর্জ্য তৈরি করা হয়। অস্ট্রিয়ার লিঞ্জের জোহানেস কেপলার ইউনিভার্সিটির বিজ্ঞানী মার্টিন কাল্টেনব্রুনার বলেছেন, সাবস্ট্রেট পুনর্ব্যবহার করা খুব মুশকিল।

 

তবে মার্টিন বলেছেন, চিপগুলি যদি পুননির্মাণ করা যায় তবে সেগুলি আবার ব্যবহার করা যেতে পারে। মার্টিন এবং তার দল চিপের জন্য একটি সাবস্ট্রেট তৈরি করতে মাশরুমের এক প্রজাতি গ্যানোডার্মা লুসিডামের চামড়া সংযুক্ত করে। এগুলি এক ধরনের ছত্রাক যেগুলি পঁচা গাছ বা মরে যাওয়া গাছে জন্ম নেয়। মাশরুমের এই ছাল মাইসেলিয়াম রক্ষা করার জন্য এটির চারপাশে শক্তিশালী আবরণ গঠন করে।

Substrate

এই চামড়া গ্যানোডার্মা লুসিডাম মাশরুমের মূলকে অন্য যেকোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করবে। এই চামড়া অন্য কোনো মাশরুমে জন্মা নেই না। যখন এই মাশরুমের চামড়া তুলে শুকনো করা হয় তখন এটি নমনীয় হয়ে যায়। একটি ভাল অন্তরক। 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তেই বিকৃত হয় না। শুকনো করার পর এটি একটি মোটা কাগজের মত হয়ে ওঠে যা ভালো চিপ সাবস্ট্রেটের কাজে ব্যবহার করা যায়।

 

অস্ট্রেলিয়ার বিজ্ঞানী মার্টিন দাবি করেন, মাশরুমের এই চামড়া যদি আদ্রতা ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচানো যায় তাহলে এটির শত শত বছরেও কোন ক্ষয় হবে না। এই চামড়া যে কোন ইলেকট্রনিক ডিভাইসের সাবস্ট্রেট হয়ে উঠতে পারে। এই সাবস্ট্রেট যেকোন প্লাস্টিক সাবস্ট্রেটের চেয়ে ২,০০০ গুণ বেশি নমনীয়। এটি ব্যাটারীতেও ব্যবহারযোগ্য।

 

Mushroom

এ বিষয়ে মার্টিন বিশ্বাস করেন, মাশরুমের চামড়া গুলি ইলেকট্রনিক ডিভাইসের দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয় না। তবে এর মধ্য থেকে ইলেকট্রনিক ডিভাইস বের হবে না, যা পুনর্ব্যবহারযোগ্য হয়ে উঠবে। ইংল্যান্ডের বিজ্ঞানী অ্যান্ড্র অ্যাডামাতজিক বলেন, এটি একটি খুব ভালো আবিষ্কার। এতে পরিবেশ দূষণ কম হবে এবং বিশ্বের জলবায়ু পরিবর্তন হবে না।