প্রকাশ্যে এল তালিকা, ভারতে কত হতে চলেছে Elon Musk পরিচালিত Starlink ইন্টারনেট কানেকশন দাম

আগামী বছরে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওর সাথে টক্কর নিতে আসছে ইলন মাস্কের স্টারলিংক। এখন স্টারলিঙ্কের সংস্থা অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের জন্য। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র তারা পেয়ে গেলেই ভারতে ইন্টারনেট পরিষেবা ছড়ানোর দিকে অগ্রসর হবে।

স্টারলিংকের ভারতের প্রধান সঞ্জয় ভার্গব নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন, স্টারলিংকের সম্পর্কে যাবতীয় তথ্য এবং দাম সম্পর্কে তথ্য। তিনি এটাও জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিল মাস থেকে ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু করা হবে।

স্টারলিং প্রধানত গ্রামের মানুষদের উন্নত ইন্টারনেট পরিষেবা দেওয়া চেষ্টা করবে। কারণ অনেক সময় অন্যান্য সংস্থার ইন্টারনেট পরিষেবা গ্রামীণ মানুষরা পায় না। তাদের লক্ষ এটাও থাকবে, স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্রেও ভালো মতো ইন্টারনেট পরিষেবা দেওয়ার।

এই ইন্টারনেট কানেকশনের দামের ব্যাপারে এখনো ঠিক মতো জানায়নি সংস্থা থেকে। তবে জানা গিয়েছে, প্রথম বছরে ইন্টারনেট কানেকশনের দাম থাকবে ১ লক্ষ ৫৮ হাজার টাকা। পরের বছরে সেটা কমে দাঁড়াবে ১ লক্ষ ১৫ হাজার টাকা। তবে স্টারলিঙ্কের জন্য সমস্ত যন্ত্রাংশের খরচ পড়বে ৩৭ হাজার ৪০০ টাকা এবং প্রতিমাসে সার্ভিস চার্জ হিসাবে নেওয়া হয়ে থাকবে ৭ হাজার ৪২৫ টাকা।