ভারত এক্সপ্রেস বুলেট ট্রেন দেশের ৭৫ টি বন্দে চালানো হবে, ঘোষণা করলেন ভারতীয় রেলমন্ত্রী

ভারতীয় রেল পরিকাঠামোকে আরো সচল করার জন্য কেন্দ্রীয় মোদি সরকার কিছু পদক্ষেপ নিয়েছে।
মোদি সরকারের লক্ষ হলো, দ্রুতগামী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া। এতে দেশের রেল ব্যবস্থা আরো উন্নত হবে। শুধু তাই নয়, দেশেরও লাভ হবে।

ভারতে আসতে চলেছে সেমি বুলেট ভারত এক্সপ্রেস ট্রেন। স্বাধীনতার ৭৫তম বছরে কেন্দ্রীয় সরকার সিন্ধান্ত নিয়েছে, ভারত এক্সপ্রেস ট্রেনটি চালানো হবে দেশের ৭৫ টি বন্দের মধ্যে দিয়ে। তবে এই এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়া হবে।

হাওড়া থেকে সেমি বুলেট এক্সপ্রেস ট্রেনটি অণ্ডাল-কালিপাহাড়ি-আনারা-পুরুলিয়া রুটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভাতীয় রেল সরকার। তবে সম্প্রতি ভারত সরকার এটাও জানিয়েছে হাওড়া থেকে এই বুলেট ট্রেনটি রাঁচি পর্যন্তও যাবে।

হাওড়া থেকে রাঁচি পর্যন্ত যে রুট গুলি পড়বে সেই গুলি হলো দূর্গাপুর, রাণীগঞ্জ, আসানসোল,ধানবাদ, চন্দ্রপুরা জংশন, বোকারো, মুরি। সেমি বুলেট এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় ১৩০ কিমি বেগের থেকেও বেশি বেগে চলবে। অন্যান্য এক্সপ্রেসে হওয়া থেকে রাঁচি যেতে যেখানে সাড়ে ৭ ঘন্টা লাগে সেখানে এই এক্সপ্রেসে অনেকটাই কম সময়ে পৌঁছে দেবে। সূত্রের খবর অনুযায়ী আরো ২,৩ ঘন্টা কমে যাবে।