রোজ চাই মদ, নাহলে করবে না খাওয়াদাওয়া! মোরগকে নিয়ে মহা সমস্যায় মালিক

রোজ চাই মদ, নাহলে করবে না খাওয়াদাওয়া

মদ (Drink) একটি নেশা কারক পানীয়। তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকরও। মদ খেলে শরীরে মারণ রোগ বাসা বাঁধতে পারে। এতদিন মানুষ মদ খায় শুনেছেন। তবে মুরগি মদ খায়, শুনেছেন কখনো? হ্যাঁ, আমাদের দেশেই রয়েছে এমন এক মুরগি। যে মদ ছাড়া কিছু খেতে পারে না। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়। চলুন খবরের বিস্তারিত প্রতিবেদন থেকে জেনে নিন।

Cock

ঘটনাটি মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার (Moharaster Vandara Distric) পিপারি গ্রামের ঘটনা। এই গ্রামে রয়েছে একটি মুরগির খামার। এই খামারের মালিক ভাউ কাতার। যিনি মুরগি পালন করে থাকেন। কাতারের খামারে একটি মুরগি বেশ কিছু দিন ধরে খাবার খেতে চাইছিল না। ফলে খামারের মালিক এক বন্ধুর সঙ্গে পরামর্শ করেন। সেই বন্ধু কতারকে পরামর্শ দেন মুরগিটিকে দেশি মদ খাওয়াতে।

সেই পরামর্শে খামার মালিক ভাউ কাতার সামান্য দিশি মদ মিশিয়ে মোরগকে খেতে দেন। এরপরই ঘটে আশ্চর্য ঘটনা। যে মুরগিটি এতদিন কিচ্ছু খেতে চাইছিল না। দেশি মদ মিশিয়ে খাবার দিতেই নিমেষের মধ্যে খাবার শেষ করে দেয়। বিষয়টি দেখে অবাক হন খামার মালিক। এরপর থেকে তিনি নিয়ম মেনে খবরের সঙ্গে দেশি মদ মিশিয়ে দিতে থাকেন।

Drink alcohol

তবে এতেই ধতে বিপত্তি। একদিন বিনা মদ মিশিয়ে খাবার দিলে মুরগিটি খাবার খায়না। এই মদ্যপ মোরগকে নিয়ে খুবই বিপদে পড়েছেন খামার মালিক। কেননা মুরগিটি প্রতিদিন খাবারের সঙ্গে মদ চাইছে। ফলে এই মুরগিটির জন্য প্রতি মাসে খরচ হয়ে যাচ্ছে ২ হাজার টাকা। তবে এই সমস্যার সমাধানের পথ দেকিয়েছেন এক চিকিৎসক। তিনি মুরগিটিকে ভিটামিন খাওয়ানোর কথা বলেছেন। কেননা ভিটামিনের গন্ধ অনেকটা কম। এখন দেখার বিষয় এতে মুরগিটির মদের নেশা কমে কিনা।