এলিয়েনদের থেকে পাওয়া গেল সংকেত, রিপোর্ট জারি করলো চীনের বিজ্ঞানমন্ত্রক

চীনের (China) গবেষণায় শুরু হলো চাঞ্চল্য। পৃথিবীর বাইরেও যে প্রাণের অস্তিত্ব রয়েছে তা হদিশ পেলেন চীনের একদল বিজ্ঞানী (Scientists). এলিয়েন সভ্যতার বার্তা ধরা পড়েছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ ফাস্ট অর্থাৎ স্কাই আই-এ। চীনের গুইঝো প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত রয়েছে এটি। বেজিং নরমাল ইউনির্ভাসিটি , চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স, ন্যাশনাল অ্যাস্ট্রোনিক্যাল অবজারভেটরি সহ একাধিক সংস্থার একদল বিজ্ঞানী মিলে ২০২০ সালের সেপ্টেম্বরে এটি স্থাপন করেন। এই দলের প্রধান হলেন বিজ্ঞানী ঝাং টোঞ্জি। ৫০০ মিটার লম্বা ও ১৫০০ ফুট ব্যাস বিশিষ্ট এই টেলিস্কোপের প্রধান কাজ হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স সহ জীব ও সভ্যতা খুঁজে বের করা।

Space

বিজ্ঞানী ঝাং জানিয়েছেন ২০২০ সালে এটি স্থাপনের পরই মহাকাশ থেকে সন্দেহ জনক সিগন্যাল পাওয়া গিয়েছিলো। ২০২২ সালেও বিজ্ঞানীরা একটি সিগন্যাল পেয়েছেন, যেটি এক্সোপ্ল্যানেট থেকে এসেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই নিয়ে আর রিসার্চ করা হচ্ছে।

কিছু দিন আগে চীনের বিজ্ঞান মন্ত্রণালয় FAST টেলিস্কোপ থেকে সিগন্যালের প্রতিবেদন প্রকাশ করেন। যেখানে বলা হয়েছিল ‘বেইজিং নরমাল ইউনিভার্সিটির চায়না এক্সট্রাটেরেস্ট্রিয়াল সিভিলাইজেশন রিসার্চ গ্রুপ’-এর প্রধান বিজ্ঞানী অধ্যাপক ড. ঝাং টংজি জানান যে, তাঁরা টেলিস্কোপ এর মাধ্যমে মহাকাশ থেকে কিছু বার্তা পেয়েছেন। এই সিগন্যাল বাইরের জগতের বলে মনে করছেন বিজ্ঞানীদের।

 

তবে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরই মুছে ফেলা হয়। প্রতিবেদনটি মুছে ফেলার পরে শুরু হয়েছে গুঞ্জন। না থাকা সত্ত্বেও কেন প্রতিবেদনটি ওয়েবসাইটে ছাড়া হল তা নিয়ে চীনের নেটিজেনদের একাংশ সরব হয়েছেন। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন কোথা থেকে এই সিগন্যাল আসলো তা নিয়ে গবেষণা শুরু হয়েছে এবং এলিয়ান সভ্যতার আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা।