মালা সিনহার কোলে দেখা এই ছোট্ট শিশুটি আজ বলিউডের জনপ্রিয় তারকা, নাম বলা চ্যালেঞ্জের
মালা সিনহার কোলে দেখা এই ছোট্ট শিশুটি আজ বলিউডের জনপ্রিয় তারকা

এমন অনেক বলিউড (Bollywood) অভিনেতা আছেন যাদের শৈশবের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন অনেক তারকা কিড (Star kids) আছেন যাদের বড় তারকাদের সঙ্গে দেখাও গেছে যারা সবসময়ই শিরোনামে থাকেন। আজকাল বলিউডের এক তারকা কিডের (Star kids) শৈশবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই তারকা কিড একসময় বলিউডের (Bollywood) অসাধারণ অ্যাকশন হিরো।
ছবিতে এই স্টারকিডকে হিন্দি সিনেমার প্রবীণ অভিনেত্রী মালা সিনহার (Mala Sinha) কোলে দেখা যাচ্ছে। ছবিতে মালা সিনহাকে সাদা রঙের টপ ও জিন্সে দেখা যাচ্ছে। বলিউডের এক স্টার কিডকে কোলে তুলেছেন তিনি। যার পরনে সাদা সোয়েটার আর প্যান্ট। এর সাথে টুপি পড়া অবস্থায় দেখা যায় তাকে। মালা সিনহার (Mala Sinha) কোলে দেখা এই ছোট্ট কিডটি তারকা আর কেউ নন, ববি দেওল।
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের ছোট ছেলে। ববি দেওল (Boby Deol) হলেন সেই বলিউড অভিনেতাদের মধ্যে একজন যারা পর্দায় তাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ছোটবেলার ছবিতে ববি দেওলকে খুব সুন্দর লাগছে। অভিনেতার এই ছবি সেই সময়ের, যখন ধর্মেন্দ্র মালা সিনহার সঙ্গে তাঁর ছবির শুটিং করছিলেন। ববি দেওলের (Boby Deol) এই ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
অভিনেতার ভক্তরা ছবিটি খুব পছন্দ করছেন। ইতিমধ্যেই অনেক ছবি করে মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। বলি দেওল ১৯৯৫ সালে বারসাত সিনেমায় তার ভূমিকার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার লাভ করেন এবং পরে ২০০২ সালে হামরাজ সিনেমায় তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জন্য মনোনীত হয়েছিলেন।