বাচ্চার ২ টি মাথা দেখে হাসপাতালে ফেলে পালালো মা-বাবা, দত্তক নিলেন চিকিৎসকরা

 

একটা জনপ্রিয় প্রবাদ আছে , ‘ কু সন্তান হলেও মাতা কখনো কু মাতা হয় না’। তবে এই প্রবাদকে মিথ্যা প্রমাণ করলো ভারতের এক ঘটনা।

আসলে ঝাড়খণ্ডের RIMS হাসপাতালে এক মা শিশু সন্তান জন্ম দেওয়ার পর , জানতে পারেন তাঁর শিশুটি সুস্থ নয়। শিশুটি জন্ম থেকেই অক্সপিটাল মেনিঙ্গা এনসেফালোসেল নামক রোগে আক্রান্ত। এই রোগের জন্য শিশুটির মাথার পেছনের অংশ থলের মত হয়ে যায়, একই শিশুর দুটো মাথার মতো লাগে। এটা জানার পর সদ্যজাত শিশুটির নির্দয় মা এবং পরিবার তাঁকে রেখে পালিয়ে যায়।

অক্সপিটাল মেনিঙ্গা এনসেফালোসেল রোগটি আসলে কী?
এটি একটি জন্ম গত রোগ। মাথার খুলির অংশ বাইরে থেকে বেরিয়ে এসে থলি হিসেবে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে মাথার সাথে ত্বকের অংশ লেগে থাকে। এর সাথে বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল থাকে। শিশুটির মেরুদন্ডএ কর্ড বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এটি চিকিৎসা বিদ্যায় বলা হয়ে থাকে মেনিঞ্জিয়াল মিনোসেল।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারেন, শিশুটির পরিবার থেকে যে ঠিকানা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। এরপর হাসপাতালের একটি দলের চিকিৎসক ওই শিশুটিকে দত্তক নেন। চিকিৎসকদের পরিচালিত একটি এনজিওতে শিশুটির যত্ন নেওয়া হচ্ছে। এই এনজিওটি শিশুটির দায়িত্ব নেবে বলে জানান চিকিৎসকরা।

শিশুটির অপারেশনের পর রিমসের নিউরো সার্জারি বিভাগের ডা. সাহাই বলেন, ‘২ ঘণ্টা অপারেশন করে শিশুটির মাথা থেকে অতিরিক্ত বান্ডিলটি বের করেছেন চিকিৎসকের দল।’ এবার আগামী তিন দিন চিকিৎসকদের নজরে থাকবে শিশুটি। শিশুটির আর কোনো বিপদ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন শিশুটিকে চামচে করে খাওয়ানোও হচ্ছে। শিশুটির হাসপাতাল থেকে ছুটি পাবে ১০দিন পর।