ভেঙ্গেছেন একাধিক রেকর্ড, পেয়েছেন অনেক সম্মানও! দেখে নিন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের ফটোগ্যালারি

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একজন দক্ষ ক্রিকেটার হলেন (Litton Das)। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা খেলোয়াড় তিনি। একাধারে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ওয়ানডে, উভয় ক্ষেত্রেই সমান দক্ষতার সঙ্গে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন লিটন দাস।

একাধিকবার লিটন দাসের জন্যই হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এমনকি, জয় হয়েছে ভারতের বিরুদ্ধেও। ভালো পারফরম্যান্স দিয়ে জিতে নিয়েছে প্রচুর সংখ্যক ক্রিকেট প্রেমীর হৃদয়। সেইসঙ্গে ফ্যান সংখ্যাও নেহাত কম নয় এই ক্রিকেটারের।

১৯৯৪ সালে বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন লিটন দাস। এরপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের প্রতি নিজের আগ্রহ বুঝতে পারায়, সেইদিকেই বেশি করে সময় দিতে থাকে। এইভাবে ২০১৫ সালে বাংলাদেশের হয়ে মাঠে নেমে ব্যাট ধরেন। করতে থাকেন একের পর এক রেকর্ড।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে এই ক্রিকেটার লিটন দাসের। তিনি একমাত্র বাংলাদেশী ক্রিকেটার যিনি দেশের হয়ে ওয়ানডেতে ১৭৬ রান করেছিলেন। যার পর থেকেই আরও বেশি করে পরিচিত হতে শুরু করেন লিটন দাস।

ইতিমধ্যেই ৩৭ টি টেস্ট ম্যাচ খেলে ২১১২ রান করে ফেলেছেন লিটন দাস। যার মধ্যে রয়েছে ৩ টি সেঞ্চুরি এবং ১৪ টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে ৬৬ টি ওয়ানডেতে ২০৬৫ রান করে খ্যাতি অর্জন করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৫ টি সেঞ্চুরি এবং ৯ টি হাফ সেঞ্চুরি। এছাড়াও ৬৮ টি টি-টোয়েন্টিতে ১৪৮২ রান করেছেন এই খেলোয়াড়।

এখানেই শেষ নয়, ২০১৯ সালের বিশ্বকাপের এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে ৯৪ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। এই ম্যাচের পর দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

জানিয়ে রাখি, ২০১৯ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই ক্রিকেটার। দীর্ঘদিনের বান্ধবী মিরপুরের কৃষিবিদ দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে (Devashri Biswas Sonchita) বিয়ে করে সুখে সংসার করার পাশাপাশি নিজের কেরিয়ারের দিকেই ফোকাস রেখেছেন লিটন দাস। মাঝে মধ্যেই তাঁদের দুজনের ছবি দেখা যায় স্যোশাল মিডিয়ায়।