দেখে নিন এমন সেরা ৫-র তালিকা, তা মানুষের তৈরি অমূল্য সম্পদ! ২ টি রয়েছে ভারতেই

গোটা পৃথিবী জুড়েই এমন অনেক জিনিস রয়েছে, যা প্রকৃতির পাশাপাশি মনুষ্যসৃষ্ট। প্রকৃতির সৌন্দর্য্যে যেন মানুষ তাঁর নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। এমনকি এই তালিকায় রয়েছে বিশ্বের সবথেকে ৫ টি আশ্চর্য এবং মহামূল্যবান জিনিসও, যা মানুষ তৈরি করলেও, তা দেখে অবাক হয়ে যায় মানুষই। তবে এই সকল জিনিস দেখতে অনেক সময় ছুটে যেতে হয় পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে, আবার কখনও ঘরে বসেই টিভিতে কিংবা নিজের মোবাইলে দেখে নিতে পারবেন।

দেখে নিন একঝলকে-

img 20230503 190424

ভারত তথা বিশ্বের বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (mukesh ambani)। তাঁর সংগ্রহে রয়েছে একাধিক মূল্যবান সম্পদ। তাঁর মধ্যে একটি হল তাঁর বাড়ি। আর এই বাড়ির মধ্যেই রয়েছে একাধিক মহামূল্যবান সব জিনিস। তাঁর বাড়ির দেওয়ালে এমনকিছু সুন্দর সুন্দর পেইন্টিং (painting) আছে, যা জায়গা করে নিয়েছে দামী জিনিসের তালিকার প্রথমে।

img 20230503 190437

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনা ও প্লাটিনাম দ্বারা সজ্জিত সুপ্রিম ইয়াট (Supreme Yacht)। যার দাম প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। এই ইয়াট সামনে থেকে দেখলে, পুরো চমকে যাবেন।

img 20230503 190448

তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা (Antilla)। বিশেষ আকর্ষণীয় বস্তুর মধ্যে অন্যতম মুম্বাইয়ে মুকেশ আম্বানির এই বাড়ির দাম প্রায় ২ বিলিয়ন ডলার।

img 20230503 190501

পৃথিবীর সব থেকে ব্যয়বহুল একটি প্রাসাদ হল ভিলা লিওপোলডা (La Leopolda)। প্রায় ৫০৬ মিলিয়ন ডলারের এই প্রাসাদ দেখলে আপনার চক্ষুচড়কগাছে হবে। এটি রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

img 20230503 190516

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফরাসি শিল্পী পল সেজানের (Paul Cézanne) আঁকা ছবি। তাঁর আঁকা ‘দ্য কার্ড প্লেয়ার্স’ (The Card Players) ছবিটির দাম হলো ২৭৫ মিলিয়ন ডলার।