ভারতের এই পাহাড়ি এলাকায় রয়েছে একাধিক সরকারি গেস্ট হাউস, কম বাজেটে পর্যটকেরাও পারেন থাকতে

ভারতে গরমের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। অতিরিক্ত গরমের কারণে মানুষের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। তাই মানুষের হাত থেকে এসি, কুলার, ফ্যান প্রভৃতি জিনিসপত্র ব্যবহার করছে। কিন্তু যতক্ষণ রূমে থাকা হয় ততক্ষণই গরমের হাত থেকে বাঁচা সম্ভব কিন্তু বাড়ির বাইরে তো সেই একই নাজেহাল করা গরম। তাই এই বিষাক্ত গরম থেকে বাঁচতে বেশিভাগ মানুষেরই ইচ্ছা করে কোনো ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়ার। কিন্তু বাইরে ঘুরতে বেরোলে যেই পরিমানে খরচ হয় তাতে মানুষ পিছু পা করে নেই। কোথাও ঘুরতে গেলে সবচেয়ে বেশি খরচ হয় হোটেলে। কারণ হোটেলে একেকদিনের রুম ভাড়া অনেক বেশি থাকে। কিন্তু আজ আমরা এই আর্টিকেলে এমন কিছু হিল স্টেশনের বিষয় আলোচনা করবো যেখানে সরকারি গেস্ট হাউস থাকায় থাকার খরচ পড়বে অনেক কম। যদিও এই সরকারি গেস্ট হাউস গুলি শুধুমাত্র গভমেন্ট জব করা লোকেদের জন্য কিন্তু যদি আগে থেকে কথা বলে বুকিং করা হয় তাহলে সাধারন মানুষ এই গেস্ট হাউসে থাকতে পারবে। আসুন জেনেনি কোন কোন হিল স্টেশনে এই সরকারি গেস্ট হাউস গুলি রয়েছে।

১)ম্যাক্লোডগঞ্জ: হিমাচল প্রদেশের ধর্মশালা জেলায় অবস্থিত খুব সুন্দর একটি হিল স্টেশন হলো ম্যাক্লোডগঞ্জ। এখানে সারা বছর টুরিস্টদের ভিড় লেগে থাকে। আপনিও যদি এই হিল স্টেশনে যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনি খুব সস্তায় PWD গেস্ট হাউসগুলি পাবেন। এছাড়া ম্যাক্লোডগঞ্জে দালাই লামার নামে রেস্ট হাউসও রয়েছে,যেখানে হোটেলের চেয়ে কম দামে রুম পাওয়া যায়।

চৌকোরি: উত্তরাখণ্ডের সমতলভূমিতে সমুদ্রপৃষ্ঠ থেকে 2,010 মিটার উচ্চতায় অবস্থিত চৌকোরি হচ্ছে একটি ছোট গ্রাম। এর আকৃতি অনেকাংশে একটি বাটির মতো দেখায়। এই হিল স্টেশনে, চা বাগান থেকে শুরু করে আপনি উঁচু পাহাড় ও নন্দা দেবীর দর্শন করার সুযোগ পাবেন। চৌকোরিতে কম খরচায় থাকার জন্য কেএমভিএন নামে সরকারি গেস্ট হাউস রয়েছে।

কাজা: হিমাচল প্রদেশে অবস্থিত কাজা নামের গ্রামটির বিষয় খুব কম মানুষ জানে। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিতে ভরপুর একটি জায়গা। গ্রীষ্মের মৌসুমে এখানে ঠান্ডা জলবায়ু থাকে। এখানের হোটেল গুলি খুব ব্যয় বহুল। তবে এখানে নিউ সার্কিট গেস্ট হাউসে রুম বুক করতে পারেন কারণ এর ভাড়া খুবই কম।

ওলী: উত্তরাখণ্ডের ওলী নামক জায়গাটি তার সৌন্দর্য ও শীতল জলবায়ুর জন্য পরিচিত। এখানে প্রতি বছর শত শত টুরিস্ট ঘুরতে আসে। তবে ওলিতে হোটেলের রুমের ভাড়া অনেক বেশি। যার কারণে এখানে ঘুরতে যাওয়া সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। তবে আপনার বাজেট যদি কম হয় আপনি কম টাকায় ওলির বিকাশ নগর গেস্ট হাউসে থাকতে পারেন।