সস্তায় থাইল্যান্ড ভ্রমণের সঙ্গে থাকছে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও! আজই বুক করুন IRCTC-এর এই ট্যুর প্যাকেজ

ভ্রমণ নিয়ে অনেকেরই অনেক রকম প্ল্যান থাকে। কেউ সময় পেলেই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। আবার অনেকেই আছেন অনেক আগে থাকতে প্ল্যান প্রোগ্রাম করে, তবেই বারি থেকে বেরোন। দেশের মধ্যে সহজে ভ্রমণের প্ল্যান করা গেলেও, বিদেশেটা চট করে আবার সকলে যেতে পারেন না।

তাই এবার আপনি যদি সস্তায় থাইল্যান্ড (thailand) ভ্রমণ করতে ইচ্ছুক হন, তাহলে আপনার জন্যই আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) নিয়ে এসেছে এক দুর্দান্ত ট্যুর প্যাকেজ। যার আয়ত্তায় এয়ার মোডে রাখার পাশাপাশি, যাত্রীদের থাকার এবং খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।

img 20221118 192113

IRCTC এর এই থাইল্যান্ড ট্যুর প্যাকেজটি হচ্ছেও ৫ দিন ৬ রাতের এবং এটি চালু হচ্ছে আগামী ৫ ই ডিসেম্বর থেকে। এই ট্যুর প্যাকেজে যাত্রীরা আলকাজার শো, কোরাল আইল্যান্ড এবং পাতায়ার ন্যাং নুচ ট্রপিক্যাল গার্ডেন, জেমস গ্যালারি, চাও প্রয়া ক্রুজ, সাফারি ওয়ার্ল্ড এবং ব্যাঙ্ককের মেরিন পার্ক পরিদর্শন করবেন।

লখনউ থেকে শুরু হয়ে IRCTC-এর এই থাইল্যান্ড (thailand) ট্যুর প্যাকেজে যাত্রীরা সরাসরি ব্যাংককে পৌঁছে যাবেন। সেইসঙ্গে সফরকালে যাত্রীদের জন্য থাকবে ভারতীয় খাবারের ব্যবস্থাও। যেখানে থাকছে সকালের টিফিন, দুপুরের খাবার ও রাতের খাবারও। ওয়েই প্যাকেজে যদি একসঙ্গে দুজন ভ্রমণ করতে চান, তাহলে জন প্রতি ভাড়া পড়বে ৬২৯০০ টাকা। কিন্তু একজনের ক্ষেত্রে পড়বে ৭৩৭০০ টাকা।

img 20221118 183636

জানিয়ে রাখি, শুধুমাত্র লখনউই নয়, আইআরসিটিসি থাইল্যান্ডে (thailand) যাওয়ার জন্য গুয়াহাটি থেকে ট্যুর প্যাকেজও চালু করেছে। যেখানেও সস্তায় ভ্রমণের সঙ্গে বিদেশের আনন্দও উপভোগ করতে পারবেন যাত্রীরা। বিশদে জানতে হলে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.irctctourism.com-এ গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।