Google এর উপর ১৩৩৮ টাকা জরিমানা করলো ভারত, পাল্টা অ্যাকশন নিলো সংস্থা

Google এর উপর ১৩৩৮ টাকা জরিমানা করলো ভারত

বিশ্বের অন্যতম বিখ্যাত অপারেটিং সংস্থা হলো গুগল ( Google)। স্মার্টফোন ( Smart Phone) ব্যবহারকারীরা জানেন গুগলের গুরুত্ব। ছোট অ্যাপ থেকে শুরু করে কোনো কিছু সার্চ করতে গেলে গুগলের উপর নির্ভর করতে হয়। মোটামুটি ভাবে স্মার্টফোনের সমস্ত অপারেটিং সিস্টেমটি দেখভাল করে গুগল। তবে এই গুগলই ভারত সরকারের তোপের মুখে পড়ল। ভারত সরকার কয়েক হাজার কোটি টাকার জরিমানা করলো গুগলকে। কিন্তু কেন গুগলকে হটাৎ মোটা অঙ্কের জরিমানা করা হলো? তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

Modi

গত বৃহস্পতিবার কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই গুগলকে একটা নোটিশ করেছে। যে নোটিশে প্রযুক্তি সংস্থা গুগলকে ১ হাজার ৩৩৮ কোটি টাকার জরিমানা করা হয়েছে। সিসিআই জানিয়েছে, গুগল নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে, যার জন্য এই জরিমানা করা হলো। প্রসঙ্গত, গুগল বিভিন্ন অ্যাপ ও প্রোগ্রাম চালানা করে। অন্যদিকে বেশির ভাগ ফোন চালানোর জন্য এখন ফোনগুলিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে। যা গুগলের অধীন। ফলে মোবাইল গুলিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে বাধ্য হয়ে গুগলের বিভিন্ন অ্যাপ ও সার্ভিস নিতে হয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে। আর এখান থেকেই সব সমস্যার উৎপত্তি।

সিসিআই এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, গুগল অনৈতিক ভাবে অ্যান্ড্রয়েড ( Android) অপারেটিং সিস্টেমকে হাতিয়ার করে বাজার দখল করেছে। এর মধ্যে দিয়ে এক চেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে আধিপত্য ধরে রাখতে চাইছে গুগল। এর ফলে গুগল অন্যান সংস্থা গুলির থেকে এগিয়ে যাচ্ছে এবং বেশি লাভবান হচ্ছে। এক কথায় শর্ত লঙ্ঘন করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বাজার দখল করেছে গুগল। আর এই অভিযোগের উপর ভিত্তি করে সিসিআই গুগলকে ১ হাজার ৩৩৮ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Google

তবে গুগল মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট করে রেখেছে। যার ফলে আগে থেকেই অ্যান্ড্রয়েড মোবাইলগুলিতে গুগলের সার্চ ইঞ্জিন অ্যাপ, ক্রোম ব্রাউজার, উইজেট ইনস্টল করা হয়। স্বাভাবিকভাবেই এ কারণে অন্যান সংস্থাগুলি তুলনায় গুগল অনেকটাই এগিয়ে যায়। কিন্তু এই কাজ সম্পূর্ণ অনৈতিক বলে জানিয়েছে সিসিআই। তবে গুগলও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। জানিয়েছে সিসিআই-এর এই পদক্ষেপ ভারতীয় ইউজারদের যেমন সমস্যায় ফেলবে, তেমনি ভারতীয় ব্যাবসার উপরও প্রভাব দেখা দেবে। অন্যদিকে এর ফলে দেশের বাজারে স্মার্টফোনের দামও বাড়তে পারে। এ নিয়ে গুগল জানিয়েছে, বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।