বদলে যাবে ৫০০ টাকার নোট! মানুষের সুবিধার্থে বড়ো পরিকল্পনা RBI এর

৫০০ টাকার নোট বদলে গেল

দৈনন্দিন জীবনে টাকা খুবই প্রয়োজনীয়। লেন দেনের মাধ্যম হিসেবে টাকা ব্যাবহৃত হয়ে থাকে। তবে দেশ জুড়ে বেশ কালো টাকা গচ্ছিত হচ্ছিল বিগত বছর গুলিতে। তাই গত ২০১৬ সালে কালো টাকা বন্ধ করার জন্য ৫০০ ও ১০০০ টাকার পুরানো নোট তুলে নিয়েছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। বদলে আনা হয়েছিল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট।

img 20220925 212556

প্রায় ছয় বছর পর আবার ৫০০ টাকার নোটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করার সিন্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(Reserve Bank Of India)। টাকা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভারতীয় নোট ও কয়েনে কি পরিবর্তন হচ্ছে(Several Changes In Indian Notes And Coin) তা জানাটাও গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়েই তথ্য দেব।
বর্তমানে দেশে জুড়ে যে নোট ও কয়েন চালু রয়েছে, তা নিয়ে হাইকোটে প্রশ্ন উঠেছে।

হাইকোটের পক্ষ থেকে রিজার্ভ ব্যাংকে বলা হয়েছে যে, বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের যাতে নোটগুলি চিনতে কোনো অসুবিধা না হয় তা নিয়ে ভাবতে বলা হয়েছে। এর জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়েছে। হাইকোটের কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশে প্রচলিত নোট গুলির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। এতে করে দৃষ্টিহীন ব্যাক্তিদের (Blind) বেশ সুবিধা হবে। নোটগুলি এমন ভাবেই পরিবর্তন করা হবে, যাতে করে দৃষ্টিহীনরা সহজেই দুটি নোটের মধ্যে পার্থক্য করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শেই এমন সিন্ধান্ত নিয়েছে আরবিআই।

RBI

আরবিআই এর পাশাপাশি মানি অ্যাপেও(Mani App) বেশ কিছু পরিবর্তন আনছে। এই অ্যাপটি ২০২০ সালে প্রথম চালু করা হয়। দৃষ্টিহীন ব্যাক্তিরা যাতে সহজে নোট চিনতে পারেন, সেই জন্য এটি চালু করা হয়। বর্তমানে এই অ্যাপটিতে বাংলা থেকে শুরু করে আরো অনেক আঞ্চলিক ভাষা উপলব্ধ রয়েছে। এবার এই অ্যাপেও বেশ কিছু পরিবর্তন করতে চলেছে আরবিআই।

Indian rupee