যেকোনো দিন কেঁপে উঠতে পারে হিমালয় সহ তার আশেপাশ, বড়সড়ো আশঙ্কার কথা শোনালো বিজ্ঞানী মহল!

কেঁপে উঠতে পারে হিমালয় সহ তার আশেপাশ

আবার একবার কেঁপে উঠলো নেপাল। এর আগে ২০১৫ সালে নেপালে হওয়া ভয়াবহ ভূমিকম্পের (Nepal Earthquake) কথা সকলেই জানেন। এই ভূমিকম্প নেপালকে ধ্বংস করেছিল। গত মঙ্গলবার মধ্যরাতে নেপালে আবার ভূমিকম্প হলো। রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভারতের কিছু কিছু রাজ্যেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। অন্যদিকে গতকাল রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও ভূমিকম্পে কেঁপে ওঠে। এরপরই বিজ্ঞানীরা এক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আগামীতে হিমালয়েও ভয়াবহ ভূমিকম্প হওয়ার সম্ভবনা রয়েছে ( Chances High Of Big Earthquake In Himalaya)। এরফলে ভারতকে আগে থেকে সতর্ক থাকতে বললেন বিজ্ঞানীরা। চলুন বিস্তারিত খবর জেনে নিন।

Nepal

ওয়াদিয়া ইন্সটিটিউট অব হিমালয়ান জিওলজির সিনিয়র জিওগ্রাফিসিস্ট অজয় পাল ( Ajay Pal, Senior Greographist Of WIHG) জানিয়েছেন পরবর্তীতে হিমালয়ে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই অঞ্চলে ভূমিকম্প হয়, তবে তা খুবই শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি। রিখটার স্কেলে যার মাত্রা হতে পারে ৭ বা তার বেশি। তবে এই ভূমিকম্প কবে তবে? তা বলা সম্ভব নয়। এ বিষয়ে তিনি বলেছেন, “কেউ জানে না কবে এই ভূমিকম্প হবে। পরের মুহূর্তেও হতে পারে, আগামী মাস বা ১০০ বছর পরেও এই ভূমিকম্প হতে পারে।”

এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বেশি। এ কারণ হিসেবে ওয়াদিয়া ইন্সটিটিউট অব হিমালয়ান জিওলজির সিনিয়র জিওগ্রাফিসিস্ট অজয় পাল জানিয়েছেন, “ভারতীয় ও ইউরেশীয়ান প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয়ের উৎপত্তি হয়েছিল। ভূপৃষ্টের নীচে থাকা ভারতীয় প্লেটের উপরে ক্রমাগত ইউরেশীয়ান প্লেটের চাপের কারণেই ভূমিকম্প হয়। হিমালয়ের নীচে দুই পাতের সংঘর্ষে এই ভূমিকম্প অত্যন্ত স্বাভাবিক ঘটনা। গোটা হিমালয় অঞ্চলটিই ভূমিকম্প প্রবণ। ওই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও সর্বদাই থাকে।”

Nepal Earthquake

ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তাই আগে থেকেই প্রস্তুত থাকতে হবে বলে জানা তিনি। এতে করে অনেক বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে এবং ভূমিকম্পের মোকাবিলা করা যাবে। যদি সত্যি হিমালয়ে বড় সর ভূমিকম্প হয়। তবে ভারতের জন্য তা অনেক ভয়াবহ হবে। তিনি জাপানের উদাহরণ টেনে বলেন, জাপান ভূমিকম্প প্রবন দেশ এবং তারা ভূমিকম্প মোকাবিলা করতে আগে থেকেই সতর্ক থাকেন।

Country