গাছে ফল হতে সবাই তো দেখেছেন তবে গাছের মধ্যেই হচ্ছে চেয়ার, সময় লেগেছে ৭ বছর! তাজ্জব হলেও সত্যি

সাধারণত লোকে কাঠের বা ফাইবারের চেয়ার ব্যবহার করে থাকেন। এই চেয়ারগুলো কারখানা থেকে বানানো হয়। কিন্তু গাছ থেকে গজাচ্ছে চেয়ার, সেটা কখনো দেখেছেন? আজ এমনই এক গাছের কথা আপনাদের সাথে আলোচনা করবো।

ইংলিশ শহরে ডার্বিশিয়ার ডিলসের বাসিন্দা গ্যাভিন মুনরো, তিনি গাছ থেকে চেয়ার তৈরির কাজ করে থাকেন। এই গাছের নাম হল উইলো। এই কাজগুলি খুব নমনীয় হয় এবং একটু বাঁকা প্রকৃতির হয়। গাছের ডাল যত বাড়ে ততই চেয়ারের আকার ধারণ করে। এটার মূল চেয়ারের আকারে ঢালাই হয়ে যায়। এই চেয়ারগুলি খুবইআরামদায়ক হয়ে থাকে।

তবে এই চেয়ারগুলো গজাতে ৬ থেকে ৭ বছর সময় লাগে, জানিয়েছেন গ্যাভিন। যদি কেউ চেয়ার অর্ডার দেন, তাহলে আট বছর পরেই চেয়ারটি সেই ব্যক্তি পাবেন। তাঁর এই ইউনিক কাজের সঙ্গী হলেন তাঁর স্ত্রী। তাঁরা একসাথে দুজনে চেয়ার তৈরীর কাজ করেন।

Related Articles

Back to top button