বদলে যাচ্ছে গাড়ির টায়ারের ডিজাইন, আদেশ জারি করলো সরকার

গাড়ির টায়ারের ডিজাইন বদলে যাচ্ছে

যানবাহন (Vehicles) নিরাপদ করতে সরকার (Government) আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। এবার যানবাহনের টায়ারেট নকশা পরিবর্তন হতে চলেছে, এরকমই অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। পয়লা অক্টোবর থেকে যানবাহনের টায়ারের (Tires) নতুন নকশা তৈরি করা হবে। আগামী বছরের পয়লা এপ্রিল থেকে নতুন টায়ারসহ গাড়ি বিক্রি করা হবে দেশে।

Vehicle Tires

আগের থেকে বেশি সুরক্ষিত করার জন্য গাড়ির টায়ার, সে জন্যই এরকম ব্যবস্থা করা হয়েছে। এই নিয়মের আওতায় সব ধরনের টায়ারই থাকবে। যে ক্যাটাগরিগুলির মধ্যে টায়ার অন্তর্ভুক্ত হয়েছে, সেইগুলি হল C1, C2, C3 ক্যাটাগরি। আপনাদের জানিয়ে রাখি, এই তিনটি ক্যাটাগরির জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে।

সরকারের নতুন আদেশে কি বলা হয়েছে?

পয়লা অক্টোবর ২০২২ থেকে নতুন নিয়ম অনুযায়ী টায়ারের ডিজাইন পরিবর্তন করা হবে।
AIS_142:2019 পর্যায় 2 C1, C2, C3 ক্যাটাগরির জন্য নতুন টায়ার বাধ্যতামূলক।
নতুন ট্রেনগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক হবে পয়লা এপ্রিল ২০২৩ থেকে।

Car Tires

নতুন আদেশে কী বলা আছে?

নতুন নির্দেশ অনুসারে যানবাহনের টায়ারের গুণমান এবং নকশা AIS_142:2019 অনুযায়ী করা হবে। রাস্তার সাথে ঘর্ষণ হলে বা ভেজা রাস্তায় গ্রিপ দিলে এবং উচ্চ গতিতে নিয়ন্ত্রণ করতে নতুন টায়ারটি খুবই কার্যকর হবে। গাড়ি চালানোর সময় টায়ারের যে শব্দ হয়, তাতে টায়ারের কোন ক্ষতি যাতে না হয়, সে ক্ষেত্রেও নিরাপদ থাকবে। তাছাড়া এর মাধ্যমে গ্রাহক জানতে পারবে, টায়ার কেনার সময় কতটা নিরাপদ থাকবে।