মোটা টাকার চাকরি ছেড়ে দুই যুবক শুরু করেছিলেন বিশেষ ঘাসের চাষ, এখন আয় কোটি কোটি টাকা

আজকাল মানুষেরা যারা কৃষিকাজ করে তাদের অনেকেই ছোট দৃষ্টিতে দেখে। আজকালকার যুবকরাও চাকরি করতে বেশি আগ্রহী থাকে। কৃষি কাজের প্রতি তাদের মধ্যে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায় না বললেই চলে৷ কিন্তু উত্তরপ্রদেশে, বস্তি জেলার সদর দফতর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে ডিংরাপুর গ্রামের বাসিন্দা অমরেন্দ্র প্রতাপ সিং ও প্রেম প্রকাশ সিং, গম-ধানের পাশাপাশি ভেটিভার চাষ (Vetiver Farming) করার দৃঢ় সঙ্কল্প করেছিলেন। এই ভেটিভার অনেক জায়গায় খুস ঘাস নামেও পরিচিত।

Vetiver Farming

আর আজ তারা দেশের সবথেকে বড় খুস তেলের রপ্তানিকারক হয়ে গেছেন। আজ তাদের টার্নওভারের পরিমাণ প্রায় কোটি টাকা। জানিয়ে রাখি খুস একটি বহুমুখী পদার্থ, এটি ওষুধ, সুগন্ধি, তেল তৈরিতে ব্যবহৃত হয়। এর একটি ইউনিটের দাম প্রায় ১.৬০ লাখ টাকা, যেখানে প্রতি লিটার তেলের দাম ১৪-১৫ হাজার টাকা।
রিপোর্ট অনুযায়ী তারা কৃষিকাজ কোনচাপে পড়ে করেন তাঁরা সইচ্ছায় এই কাজে নেমে ছিলেন ৷ জানিয়ে দি, এই দুই যুবক যথেষ্ট শিক্ষিত।

অমরেন্দ্র এমএনসি কম্পানি তে ইঞ্জিনিয়ার হিসাবে লাখ টাকার প্যাকেজ এ চাকরি করেছেন এবং প্রেম প্রকাশ এমএ ও বিএড এর প্রাপ্ত করেছেন প্রাপ্ত করেছেন ৷ অমরেন্দ্র জনিয়েছেন তারা যখন খুশ চাষের সিদ্ধান্ত নেন, তখন সবার আগে প্রশিক্ষণের জন্য তারা লখনউয়ের সি-ম্যাপ সেন্টারে যোগ দেন এবং ৬ দিন প্রশিক্ষণ নেন।

Vetiver Farming এরপর সেখান থেকেই খুসের চারা কিনে এক একর জমিতে চাষ (Vetiver Farming) শুরু করেন। প্রথম বছরে যখন দেখলেন ভাল আয় হয়, তখন তারা চারপাশের কৃষকদের যোগ করতে শুরু করলেন। এখন শতাধিক কৃষক তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং ১ একর থেকে যেই কাজ শুরু হয়েছিল সেটি বেড়ে যায় ১৫০ একর অব্দি ছড়িয়ে গেছে।