ভুলে যান‌ Jio, Airtel, Vi ! মাত্র ১৯৭ টাকার প্ল্যানে চলবে ১৫০ দিন! রোজ ডেটা সহ কলিং ফ্রি

টেলিকম সংস্থাগুলির একের পর এক সিদ্ধান্ত সাধারণ মানুষের পকেট খালি করার ভূমিকা নিয়েছে। দেশের সব কটি প্রাইভেট টেলিকম সংস্থাগুলো রিচার্জএর দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। তবে এই সময় সাধারণ মানুষের আশা ও ভরসা হয়ে দাঁড়িয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL.

অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় BSNL টেলিকম সংস্থায় কিছু সস্তার রিচার্জ প্ল্যান মিলছে। তাই অনেকেই তাদের নাম্বার BSNLএ পোর্ট করিয়ে নিচ্ছেন। সম্প্রতি BSNLএ ২০০ টাকার নিচে রিচার্জের সুবিধা মিলছে, সবথেকে খুশির খবর সাধারণ মানুষের জন্য। এই প্ল্যানের বৈধতা থাকছে ১৫০দিন।

BSNL 197 prepaid recharge plan:
এই প্ল্যানের বৈধতা থাকে মাত্র ১৫০ দিনের। আনলিমিটেড কলের সুবিধা থাকবে। প্রতিদিন ডেটা দিয়ে থাকবে ১০০এমবি। ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট গতিবেগ ৪০kbpsএ নেমে যাবে।

Zing অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া থাকবে। তবে এই সুবিধা গ্রাহকরা প্রথম ১৮ দিন পেয়ে থাকবেন। কোনো গ্রাহকের ক্ষেত্রে কল করার থেকে কল রিসিভ বেশি করতে হয়, তাঁদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উপযোগি। এছাড়া BSNL রিচার্জের কিছু প্লানে ১৮০ দিনের বৈধতাও দিয়ে থাকে।