ভারতে 4G সার্ভিসের দৌড়ে শামিল হল BSNL! চাপ বাড়লো Jio, Vodafone সহ Airtel এর

BSNL সংস্থা মার্কেটে 4g নেটওয়ার্ক নিয়ে আসতে চলেছে। এই প্রথম ভারতীয় সরকারি সংস্থা বিএসএনএল 4g নেটওয়ার্কএর সুবিধা দিয়ে থাকবে গ্রাহকদের। টেস্টিং পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ডিসেম্বর মাস থেকে মোটামুটি সব কটা বেসরকারি টেলিকম সংস্থায় ২০ থেকে ২৫ শতাংশ রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার জন্য দেশের জনসাধারণকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে BSNL টেলিকম সংস্থা সাধারণ মানুষদের জন্য কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।

দেশের রেল, কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব BSNLএর 4g ইন্টারনেটের টেস্ট কল করলেন মেড ইন ইন্ডিয়ার ইউজার নেম ব্যবহার করে। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালে থেকেই BSNL এর 4g পরিষেবা দেওয়া হবে গ্রাহকদের।

প্রাইভেট টেলিকম সমস্যাগুলো সংস্থাগুলো রিচার্জ এর দাম বাড়ানোর জন্য অনেক গ্রাহকরাই তাদের নম্বর পোর্ট করিয়ে নিচ্ছে BSNLএ। কেন্দ্রীয় সরকার টেলিকম সংস্থার জন্য ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ করেছে।

তবে অন্যান্য টেলিকম সংস্থাগুলোও বসে নেই। তারা গ্রাহকদের 5g পরিষেবা দেওয়ার জন্য টেস্টিং চালাচ্ছে। সম্ভবত আগামী বছর অর্থাৎ 2022 সাল থেকেই গ্রাহকরা 5g ইন্টারনেট পরিষেবার সুবিধা পেয়ে থাকবে। তাহলে বিএসএনএল কি অন্যান্য সংস্থাগুলোকে টক্কর দিতে পারবে? যদিও সেটা বড় কথা নয়। তবে আশা করা যায় আগামী বছর BSNL 4g পরিষেবা গ্রাহকদের দ্রুত ইন্টারনেট কানেক্টিভিটির সুবিধা দিয়ে থাকবে ।