মাত্র ১০৭ টাকাতে BSNL দিচ্ছে ৯০ দিন ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং ও ডাটার সুবিধা, ভুলে যান Jio, Airtel, Vi

সরকারি সংস্থা বিএসএনএলের সাধারণ মানুষের জন্য খুশির খবর নিয়ে এলো। মাত্র ১০৭ টাকায় ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাবেন এই সংস্থার গ্রাহকরা। যেখানে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার গুলো রিচার্জএর দাম বাড়িয়ে দিয়েছে ২০ থেকে ২৫ শতাংশ। আসুন বিস্তারিত জেনে নিন:

১০৭ টাকার বিএসএনএলের প্ল্যানের কি কি সুবিধা থাকছে?
এই সংস্থার গ্রাহকরা পেয়ে যাবেন ৯০দিনের জন্য মোট ১০ জিবি ডেটা। আনলিমিটেড ভয়েস কলের সুবিধা এবং ১০০টি এসএমএস প্রতিদিন পেয়ে যাবেন।

এয়ারটেল এবং ভোডাফোনের ১২৯ টাকায় প্রিপেইড প্ল্যান সম্বন্ধে জেনে নিন:
এয়ারটেল সংস্থার গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকবে এবং ৩০০টি এসএমএস পাবেন।
ভোডাফোনের ক্ষেত্রে ,গ্রাহকরা ২০০ এমবি ডেটা পাবেন, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। ভ্যালিডিটি থাকবে ২৮ দিন।

জিওর ৯৮ টাকার প্ল্যান:
এই প্ল্যানের বৈধতা থাকবে ১৪ দিনের জন্য। প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন এবং আনলিমিটেড কলের সুবিধা পাবেন।