সমালোচনাকে বুড়ো আঙ্গুল বক্স অফিসে দুর্দান্ত আয় ‘দ্য কেরেলা স্টোরি’র, পার করলো ২০০ কোটি টাকার গণ্ডি

সম্প্রতি সময়ে দেশের অন্যতম চর্চিত বিষয়গুলির মধ্যে রয়েছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। ছবিটি শুধুমাত্র বিনোদন জগতেই নয়, রাজনীতির জগতেও ব্যাপক প্রভাব ফেলেছে। কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মত রাজ্যগুলিতে ছবিটিকে ঘিরে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে ও অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।
যদিও দ্য কেরালা স্টোরি’কে (The Kerala Story) ছাড়পত্র দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যেগুলো ছবিটিকে করমুক্ত করা হয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর সিনেমা হল গুলোতে রমরমিয়ে চলছে দ্য কেরালা স্টোরি, এবং প্রচুর পরিমাণে আয় করছে ছবিটি। বহু বিতর্কের মধ্যেও ছবিটি সাফল্যের সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছে।
ছবিটি মুক্তির পর থেকেই এত বাধা বিপত্তি কাটিয়ে এখনো পর্যন্ত The Kerala Story-এর আয়ের পরিমান বেশ অবাক করার মত। রিপোর্ট অনুযায়ী, গত সোমবার ছবিটি ২০০ কোটি টাকার গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। আগামী দিনগুলোতেও ভালো আয় করবেন বলে আশাবাদী নির্মাতারা। মুক্তির ১৭দিন পর ছবিটির মোট আয় ছিল ১৯৮.৯৭ কোটি টাকা।
যদি বক্স অফিস (Box-Office) রিপোর্টের দিকে দেখা হয়, তাহলে ছবিটি বিগত ৩ দিনে আয় করেছে গত শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটি টাকা। রিপোর্ট বলছে, চলতি বছরে সর্বোচ্চ আয় করা সিনেমার মধ্যে বাঙালি পরিচালকের ছবি দ্য কেরালা স্টোরি তৃতীয় স্থান দখল করেছে।