বলিউডের এই ৫ অভিনেত্রী যারা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জিতে হাজার হাজার মানুষের মনে জাগিয়েছেন অনুপ্রেরণা

অভিনেত্রী যারা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জিতে

ক্যান্সার (Cancer) একটি মারণ রোগ। এই রোগের সঠিক চিকিৎসা আজও আবিষ্কৃত হয়নি। এই রোগের একমাত্র চিকিৎসা কেমো। যাঁরা আক্রান্ত হয়েছে তাদের অনেকেই মারা গিয়েছেন। বেঁচেও ফিরেছেন অনেকে। তবে তারা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছেন। সম্প্রতি টলিউডের এক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সার রোগে আক্রান্ত। প্রতিনিয়ত এই রোগের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। অন্যদিকে বলিউডের এক অভিনেত্রী মহিমা চৌধুরীও ক্যান্সারে ভুগছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ বলিউড অভিনেত্রী সম্পর্কে জানাবো, যাঁরা ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন (Bollywood Actress Fight Against Cancer) এবং আজ তাঁরা সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। সেই অভিনেত্রীদের নাম জেনে নিন।

১) কিরণ খের (Kiran kher)

Kiran Kher

অভিনেতা অনুপর খেরের স্ত্রী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কিরণ খের। এই অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন এই মারণ রোগের সঙ্গে লড়াই করেছিলেন। মাল্টিপল মায়লমা নামক এক ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই রোগের ফলে অস্থি মজ্জায় প্লাজমা কোষ তৈরি হয়, যা হাড়ের মধ্যে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি করে। তবে আজ তিনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত এবং আবারও জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করে চলেছেন।

২) সোনালি বেন্দ্রে (Sonali Bendre)

Sonali Bendre

বলিউডের আরেক অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যান্সার রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছিলেন। ২০১৮ সালে অভিনেত্রীর শরীরে মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে। তারপরই শুরু হয় চিকিৎসা, পাড়ি দেন নিউইয়র্কে। বর্তমানে তিনি ক্যান্সার মুক্ত। এখন তিনি সোশাল মিডিয়া ও বিভিন্ন ক্যাম্পেনের মাধমে এই মারণ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করেন।

৩) তাহিরা কশ্যপ (Tahira Kashyap)

Tahira Kashyap

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন আয়ুষ্মান খুরানা। অনেকেই তিনি বিবাহিত এবং তাঁর স্ত্রীর নাম তাহিরা কাশ্যপ। যিনি পেশায় একজন অভিনেত্রী। যিনি ২০১৮ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল। দীর্ঘদিন এই রোগের সঙ্গে লড়াই করে তিনি বেঁচে ফিরেছেন। বর্তমানে তিনি ক্যান্সারের সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার চালান।

৪) লিসা রে (Lisa Ray)

Lisa Ray

বলিউড অভিনেত্রী লিসা রে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। ২০০৯ সালে মাল্টিপল মায়লেমা নামের ভয়ঙ্কর ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি। প্রথম দিকে এই ক্যান্সারের খবর কাওকে জানায়নি। গোপনেই কেমো থেরাপি চালিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি মিডিয়াতে প্রকাশ পেয়েছিল। সঠিক চিকিৎসার মাধমে আজ তিনি পুরোপুরি সুস্থ।

৫) মনীষা কৈরালা (Monisha Koirala)

Monisha Koirala

৮০/৯০ দশকের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মনীষা কৈরালা। এই অভিনেত্রীও ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করেছেন। ২০১২ সালে তাঁর শরীরে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। এরপর চিকিৎসা চালিয়ে যান। ২০১৫ সালে দীর্ঘ লড়াইয়ের পর তিনি ক্যান্সার মুক্ত হন। অভিনেত্রীর আত্মজীবনী ‘হিলড’ -এ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও জয়ের কাহিনী তুলে ধরা হয়েছে।