বলিউডে আবারো এক তারকাপতন! পুনীত রাজ কুমারের পর চলে গেলেন আরো এক বিখ্যাত অভিনেতা

২০২০ এবং ২০২১ সাল বলিউডের পক্ষে এক অভিশপ্ত সাল। ২০২০ সালে কোভিডের হাত ধরে চলে গেছেন একের পর এক বিখ্যাত অভিনেতা। খুব সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জনপ্রিয় তরতাজা যুবক সিদ্ধর্থ শুক্লা এবং বিখ্যাত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার। আবারো একবার বলিউডে শোকের ছায়া নামল । চলে গেলেন বিখ্যাত অভিনেতা ইউসুফ হোসেন। শনিবার ৩০ শে অক্টোবর মৃত্যু হয় এই অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় তাঁর জামাতা হানসল মেহেতা এই খবরটি জানান।

শশুরের মৃত্যুতে কার্যত স্তব্ধ জামাতা হানসল। ২০১৩ সালে ‘শাহীদ’ ছবিটি বানানোর সময় তাঁকে প্রচুর সাহায্য করেছিলেন ইউসুফ হোসেন। শহীদ সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন বিখ্যাত অভিনেতা রাজকুমার রাও । হানসল বলেন ইউসুফ তাঁর শ্বশুর নয় , বাবার ভূমিকা পালন করেছিলেন তাঁর জীবনে। হানসল আরো বলেন, “মাঝপথেই শাহিদ ছবির শুটিং থেমে গিয়েছিল। যখন টাকার অভাবে আছে আর কাজে হচ্ছে না ভেবেছিলাম এবার আমার পেশাদার জীবনের শেষ হতে চলল। ঠিক তখনই তিনি বলেছিলেন, ‘আমার কাছে যা জমানো টাকা আছে এখন তোমার বিপদে সেই টাকা কাজে না লাগলে আর কি সে কাজে লাগবে?

সেই টাকা দিয়েই শেষ হয়েছিল শাহিদ সিনেমার শুটিং ।এভাবেই তৈরি হয়েছিল শাহিদ।” হানসল আরো বলেন, “জীবনকে যদি কখনো শরীর দেওয়া যায় অথবা দেওয়া যায় আকার । তাহলে তিনি হলেন জীবন । আজ তাঁকে ছাড়া আমি অনাথ। “উল্লেখ্য হানসল মেহেতা ইউসুফ হোসেনের মেয়ে সাফিনাকে বিয়ে করেছিলেন। অভিনেতা ইউসুফ হোসেনও নিজে তিনটি বিবাহ করেছিলেন। ব্যক্তিগত জীবনকে নিয়ে প্রশ্ন করতে পূর্বে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন “জীবনে আমি তিনটি বিবাহ করলেও এখনো অব্দি বুদ্ধিমান সঙ্গীকে খুঁজছি “।

ইউসুফ হোসেন বলিউডে অনেক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন। ‘দিল চাহতা হে’ , ‘বিবাহ’, ‘রাইস’, ‘খোয়া খোয়া চাঁদ’ ইত্যাদি বিভিন্ন সুপারহিট সিনেমা আজও দর্শকদের মন কারে। প্রয়াত অভিনেতা ইউসুফ এর প্রতি টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কুবরা সেট ,পূজা ভাট, মনোজ বাজপাই, মত অভিনেতারা।পূজা ভাট টুইটারে লেখেন “আমি কল্পনাও করতে পারছিনা তুমি নেই । এই খবর আমার চোখে জল এনে দিয়েছে। ” অভিষেক বচ্চন লিখেছেন, “ইউসুফ জি আমরা অনেক ছবিতে একসাথে কাজ করেছি। ‘কুচ না কাহ’ থেকে শুরু করে ‘বব বিশ্বাস’ । তিনি অনেক নম্র ,উষ্ণ ,দয়ালু ছিলেন । তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। “

Related Articles

Back to top button