আবারো কী ঘুরে দাঁড়াচ্ছে বলিউড! অজয়-অক্ষয় খান্নার জোরদার লড়াই আর সাসপেন্সে বাজিমাত করলো ‘দৃশ্যম ২’

২০১৩ সালে দৃশ্যম নামক একটি মালায়লাম ফিল্ম মুক্তি পেয়েছিল। এই ফিল্মটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মালায়লাম বা সাউথ অভিনেতা মোহনলাল। এই ফিল্মটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই ফিল্মের জনপ্রিয়তা দেখে পরিচালক নিশিকান্ত কামাথ এই ফিল্মটিকে হিন্দি ভাষায় তৈরি করেছিলেন এবং হিন্দি ভাষায় তৈরি এই ফিল্মের সিক্যুয়ালের নামও পরিচালক নিশিকান্ত কামাথ দৃশ্যম রেখেছিলেন।

Drisyam

এই ফিল্মটি বলিউডেও জনপ্রিয়তা পায়। নিশিকান্ত কামাথ হিন্দি দৃশ্যম (Drisyam) তৈরি করার জন্য মুখ্য চরিত্রতে কাস্ট করেছিলেন বলিউডের নাম করা অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn)। গত শুক্রবার দৃশ্যম (Drisyam)সফলতা পাওয়ায় মেকার্সরা ঘোষণা করেন এই ফিল্মের দ্বিতীয় পার্ট তৈরি করা হবে এবং সেই ফিল্মের নাম হবে দৃশ্যম-২। এই ঘোষণার পর দর্শকদের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। ফিল্মে রয়েছে টুইস্ট ও টার্ন কন্তু সবই শুরু হয় বিরতির পর।

Drisyam Bollywood

রিপোর্ট থেকে খবর পাওয়া গেছে যে দৃশ্যম ২ (Drisyam 2) ফিল্ম পরিচালনা করতে চলেছেন অভিষেক পাঠক। আর গল্পে দেখানো হবে ৭ বছর পরের ঘটনা। এতগুলো বছর পর বিজয় সালগাওকরকে অর্থাৎ অজয় দেবগনকে (Ajay Devgan) কেবলের মালিকের পাশাপাশি সিনেমা হলের মালিক হিসেবেও দেখানো হয়েছে। একটি সিনেমা তৈরির চেষ্টাও করছে সে। কাহিনি যাতে কেউ চুরি করতে না পারে তা উপন্যাস আকারে প্রবেশ করিয়ে রেখেছে। কিন্তু পুলিশ অফিসার মীরা দেশমুখ (Tabbu) নিজের ছেলের মৃত্যু ভোলেনি। গোয়ার IG তার বন্ধু তরুণ (Akshay Khanna)। তার মাধ্যমেই চালিয়ে যাচ্ছে তদন্ত। এবার কী মীরা পারবে ছেলের খুনের কিনারা করতে? নাকি বিজয় সালগাওকর আবার নিজের বুদ্ধির জোরে এবারও  পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে যাবে?  এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে ফিল্মটি হলে গিয়ে দেখতে হবে।

Drisyam 2

দৃশ্যম-২ (Drisyam 2) ফিল্মের গল্পটা অনেকটা জিগ-স পজেল খেলাটির মতো বলা যেতে পারে। কারণ এই খেলাতে যেমন ছবি খাজে খাজে মিলে যায় তেমন এই ফিল্মের টুইস্ট বা টার্নগুলিও খাজে খাজে মিলে যায়। এই ফিল্মের গল্প গতি ধরে ইন্টারমিশন বা বিরতির পর থেকে। কিন্তু তার আগে গল্পটি বেশ ধীর গতিতেই এগোচ্ছিল। আর ইন্টারমিশনের পর ফিল্ম দেখে সৃষ্টি হচ্ছিল উত্তেজনা কারণ ফিল্মের গল্প জমে উঠেছিল। ফিল্মে আমরা অভিনেত্রী ট্যাববুকে আমরা সাপোর্টিং রোলে দেখতে পাবো। এই ফিল্মে আসল লড়াই দেখানো হয়েছে অক্ষয় খান্না ও অজয় দেবগনের মধ্যে। এই দুই অভনেতা তাদের শান্ত চাহনি ও বলিষ্ঠ সংলাপে মন জয় করে নিয়েছে দর্শকদের। এছাড়া এই ফিল্মে শ্রিয়া সরণ, ইশিতা দত্ত, সৌরভ শুক্লা, রজত কাপুরকেও অভিনয় করতে দেখা গেছে।

Related Articles

Back to top button