অজয় দেবগন থেকে দিলীপ কুমার জ্যোতিষের পরামর্শ মেনে রাতারাতি পাল্টে ফেলেছেন নিজেদের আসল নাম

অজয় দেবগন থেকে দিলীপ কুমার জ্যোতিষের পরামর্শ মেনে রাতারাতি পাল্টে ফেলেছেন

বলিউডের অনেক তারকাই  (Bollywood Celebrity) এমন আছেন যারা সিনেমা জগতে আসার পর নিজেদের নাম পরিবর্তন করেছেন। জন্মগত নাম পরিবর্তন করে রেখেছেন নতুন নাম। আর এই নাম দিয়েই তাঁরা জনপ্রিয়তা পেয়েছেন। তবে নাম পরিবর্তনের ক্ষেত্রে অনেকেই সংখ্যাতত্ত্বকে (Numerology) বেঁচে নিয়েছেন। সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে অনেক তারকাই নিজেদের নাম পরিবর্তন করেছেন। আজকের প্রতিবেদনে আপনাদের এই তারকাগুলি সম্পর্কেই জানাবো। চলুন জেনে নিন কোন কোন তারকা রয়েছে এই তালিকায়।

১) অজয় দেবগন (Ajay Devgan) :

বলিউড সুপারস্টার অজয় দেবগণের জন্মগত নাম বিশাল বীরু দেবগন। সিনেমা জগতে আসার পর তিনি নাম পরিবর্তন করে অজয় দেবগন নাম রাখেন। আর জানা যায় নাম পরিবর্তনের ক্ষেত্রে তিনি সংখ্যাতত্ত্বের ওপর নির্ভর করেছিলেন।

২) অক্ষয় কুমার (Akshay Kumar) :

রাজীব ভাটিয়াকে অনেকে না চিনলেও, অক্ষয় কুমারকে চেনেন না এমন মানুষ কম। তবে এই দুই নাম একজনেরই। আসলে রাজীব ভাটিয়া সিনেমা জগতে আসার পর নিজের নাম রাখেন অক্ষয় কুমার এবং এই নামেই তিনি জনপ্রিয়তা লাভ করেন।

৩) রাজকুমার রাও (Rajkumar Rao) :

আপনার প্রিয় অভিনেতা রাজকুমার রাও একবার যাদব হিসাবে তার উপাধি লিখতেন, কিন্তু পরে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তিনি যাদবকে রাও দিয়ে প্রতিস্থাপন করেছিলেন। এর পর এটা অনেকটা লটারির মতো হয়ে গেছে।

৪) রানী মুখার্জি (Rani Mukarjee) :

এই তালিকায় রয়েছে  অভিনেত্রী রানী মুখার্জিও। যিনি সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে নিজের নাম পরিবর্তন করেছিলেন। তবে এক্ষেত্রে তিনি নাম পরিবর্তন করেননি। শুধু পদবি থেকে ‘এইচ’ বাদ দিয়েছন।

৫) কারিশমা কাপুর (Karisma Kapoor) :

তালিকায় রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরও। তিনিও সংখ্যাতত্ত্বে বিশ্বাসী এবং এই বিশ্বাস থেকেই নিজের নাম থেকে ‘এইচ’ অক্ষরটি বাদ দিয়েছেন।

৬) তামান্না ভাটিয়া (Tamanna Batia) :

অভিনেত্রী তামান্না ভাটিয়াকে অনেকেই চেনেন। দক্ষিণী অভিনেত্রী বর্তমানে বলিউডেও বেশ নাম করেছেন। ইনিও সংখ্যাতত্ত্বে বিশ্বাস রেখে নাম থেকে ‘এইচ’ অক্ষরটি বাদ দিয়েছেন।

৭) আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) :

বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সুদর্শন অভিনেতা হলেন আয়ুষ্মান খুরানা। তবে তাঁর  আসল নাম নিশান্ত খুরানা। সিনেমা জগতে আসার পর তিনি নাম পরিবর্তন করেন।

৮) এ আর রহমান (A.R Rahaman) :

জনপ্রিয় গায়ক এ আর রহমান জন্মেছিলেন এক  হিন্দু পরিবারে। তবে পরবর্তীতে তাঁর পরিবার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। আগে তাঁর ছিল দিলীপ। এই নামের পরিবর্তন করে তিনি নিজের নাম রাখেন এ আর রহমান।

৯) ইরফান খান (Irfan Khan) :

কিংবদন্তি অভিনেতা ইরফান খান আজ আর আমাদের মধ্যে নেই। তবে থেকে গিয়েছে তাঁর কাজ। জানেন কি এই অভিনেতা সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে নিজের নামের সঙ্গে ‘আর’ অক্ষরটি যুক্ত করেছিলেন।

১০) দিলীপ কুমার (Dileep Kumar) :

দিলীপ কুমার নামটি শুনে কোনো হিন্দু পরিবারের সন্তান মনে হলেও, তিনি একজন মুসলিম পরিবারের সন্তান এবং তাঁর আসল নাম ইউসুফ খান। তবে সিনেমা জগতে এসে তিনি নিজের নাম পরিবর্তন করে দিলীপ কুমার নামটি রাখেন।