রুপ ও সৌন্দর্যের দিক দিয়ে স্বর্গের অপ্সরাকেও টেক্কা দেয় বলিউডের এই ৮ অভিনেত্রী

মানুষ সাধারণত সৌন্দর্যের পূজারী। এই সৌন্দর্যের ভান্ডার একচেটিয়া রয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড (Glamour World) তথা বলিউড ইন্ডাস্ট্রিতে। বলিউড (Bollywood) অভিনেত্রীদের সৌন্দর্য সমস্ত দেশবাসীকে মন্ত্রমুগ্ধ করেছে। বয়স যতই বারুক না কেন তাদের সৌন্দর্যে কোন প্রভাব পরেনা। তারা নিজেদেরকে গ্লামার ও সৌন্দর্য দিয়ে একই জায়গায় আটকে রেখেছেন। তাদের দেখে বয়স অনুমান করার উপায় নেই। আজকের প্রতিবেদনে জানবো এমনই ৮ জন বলি সুন্দরীদের সম্পর্কে, যাদের এক ঝলক দেখার জন্য দর্শকরা ব্যাপক আগ্রহী।
হেমা মালিনী (Hema Malini):
৮০’র দশকের অন্যতম সুন্দরী অভিনেত্রী, যাকে বলা হয় বলিউডের ড্রিম গার্ল। তার রূপের জাদু শুধু সাধারণ মানুষকেই নয়, বলিউডের অনেক নায়ককেও মুগ্ধ করেছিল। আজও সৌন্দর্য হারাননি এই অভিনেত্রী।
ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan):
প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই, যার সৌন্দর্যে পাগল গোটা দুনিয়া। শুধু ভারতে নয়, সারা বিশ্বে তিনি ব্যাপক জনপ্রিয়। আজও তার রূপের জাদুতে মুগ্ধ গোটা বিশ্বের মানুষ। এত বছর পরেও এই ভারতীয় সুন্দরী তার সৌন্দর্য একই জায়গায় ধরে রেখেছেন।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukon):
নতুন প্রজন্মের হৃদয়ের স্পন্দন এই বলি অভিনেত্রী। তার সৌন্দর্যের প্রশংসা করতে গেলে, তিনিও সৌন্দর্যে ঐশ্বরিয়ার থেকে কম নন। অভিনেত্রী বলিউডের পাশাপাশি হলিউড ছবিতেও তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তার সৌন্দর্যের পাগল বহু মানুষ।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit):
৯০ দশক থেকে একটানা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন মাধুরী দীক্ষিত। সৌন্দর্যের কথা বলতে গেলে, অভিনেত্রীর সাথে কারো জুরি মেলা ভার। অভিনেত্রীর সৌন্দর্যের পাগল ছিল গোটা দুনিয়া। আজও অভিনেত্রী তার সৌন্দর্যকে প্রতিফলিত করে চলেছেন।
শ্রীদেবী (Sridevi):
বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী ছিলেন প্রয়াত শ্রীদেবী। তিনি অভিনয় এবং নাচ উভয় ক্ষেত্রেই খুব পারদর্শী ছিলেন। তার রূপের আগুনে অনেক মানুষ ছ্যাকা খেয়েছে। চিরকাল বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় থাকবেন এই সুন্দরী অভিনেত্রী।
নার্গিস (Nargis):
নার্গিস, বলিউডের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন। তার সময় তুমুল জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। বলিউডের হিট নায়ক রাজ কাপুরের সাথে বেশ কয়েকটি ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন নার্গিস। শুধু সৌন্দর্যই নয়, অভিনয় দিয়েও ভক্তদের আকর্ষণ করেছেন তিনি।