অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে বলিউডে মেলেনি কাজ! তালিকায় সামিল রয়েছে এক বাঙালি অভিনেত্রীর নামও

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (Film Industry) প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধুমাত্র অভিনয়ই যথেষ্ট নয়। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য (Beauty) ও আকর্ষণীয় চেহারা (Attractive appearance) খুবই গুরুত্বপূর্ণ। যদিও ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা খুব বেশি ড্যাসিং লুক না হয়েও প্রতিষ্ঠিত হয়েছেন গ্ল্যামার জগতে। আবার এর পাশাপাশি এমনও কিছু নায়ক-নায়িকারা রয়েছেন যারা অত্যন্ত সুন্দর-সুন্দরী হয়েও সফল হতে পারেননি চলচ্চিত্র দুনিয়াতে।
এমনকি কিছু তারকা রয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে যারা অতি সুন্দর বা সুন্দরী হওয়ার জন্য সুযোগ পাননি সিনেমাতে অভিনয়ের। হাত ছাড়া হয়েছে অনেক সিনেমা। আজকের প্রতিবেদনে জানবো এমনই কিছু তারকাদের সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক, বাঙালি অভিনেত্রী ছাড়াও আর কোন কোন বলিউড অভিনেত্রীরা রয়েছেন এই তালিকায়।
দিয়া মির্জা (Dia Mirza):
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে দিয়া মির্জা’র। অভিনেত্রী একসময় বিশ্ব সুন্দরীও ছিলেন। অত্যন্ত সুন্দরী হওয়া সত্ত্বেও বলিউডে নিজের জায়গা করতে পারেননি দিয়া। এমন কিছু সিনেমা ছিল যেগুলো থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র তার অতি সৌন্দর্যের জন্য। কারণ সেই চরিত্রেগুলোতে এত সুন্দরী অভিনেত্রীকে মানাত না।
দিনো মরিয়া (Dino Moria):
অভিনেতা দিনো মরিয়া অভিনীত ‘রাজ’ চলচ্চিত্রটি ছিল অন্যতম জনপ্রিয় ও হিট সিনেমা। বলিউডে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি অভিনেতাকে। এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন যে, ‘তার অতিরিক্ত সৌন্দর্যের কারণে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে’।
পূজা ব্যানার্জি (Puja Banerjee):
বাংলা টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা। তিনি একাধিক বাংলা এবং হিন্দি সিরিয়ালে অসাধারণ কাজ করেছেন। বর্তমানে তিনি একটি রিয়ালিটি শো-এর বিচারকের চেয়ারে রয়েছেন। যতদূর জানা যায়, অভিনেত্রী বলিউডে প্রবেশ করার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু তার সৌন্দর্যই জীবনে বাধা হয়ে দাঁড়ায়।
কৃতি শ্যানন (Kriti Sanon):
ক্যারিয়ার শুরুর দিনগুলোতে অভিনেত্রীর শুধুমাত্র সুন্দর চেহারার কারণে হাতছাড়া হয়েছে অনেক ছবি। এই কারণে তিনি মানসিক অবসাদেও ভুগেছেন অনেক দিন। যদিও পরবর্তীতে তিনি যে কটা ছবিতে অভিনয় করেছেন তার প্রত্যেকটা চরিত্রই ছিল দুর্দান্ত।
গওহর খান (Gohor Khan):
ছোট পর্দায় সাফল্য পাওয়া এই অভিনেত্রী অনেক পরিশ্রম ও চেষ্টা করেছিলেন বলিউডে পা রাখার। কিন্তু তার সৌন্দর্য তাকে সফল হতে দেয়নি। খবর অনুযায়ী, “স্লামডগ মিলেনিয়ার” সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন তিনি, কিন্তু তার সৌন্দর্যের জন্য তাকে রিজেক্ট করা হয়েছিল।