আরিয়ান খানের জামিনের পর শাহরুখ খানকে সতর্কবার্তা বলিউড অভিনেতার, বললেন ‘নিজের ছেলেকে সামলান’

আরিয়ান খান (Aryan Khan) ঘরে ফিরেছেন গত শনিবার ২৭ দিন জেল খাটার পর আর সেই আনন্দেই ভক্তরা শাহরুখ-পুত্রকে স্বাগত জানাতে ভীড় করেছিলেন মন্নতের (Mannat) সামনে। রাস্তাজুড়ে অনুরাগীরা হাতে প্ল্যাকর্ড নিয়ে ভীড় করেছেন। ব্যানারে শাহরুখের ছবি। কেউ বা মন্নতের সামনে এককোণে বসে হনুমান চালিসা পাঠ করছেন। সোশ্যাল মিডিয়াতেও বেজায় শোরগোল। আরিয়ান খানের ফিরে আসতেই একপক্ষ যেমন শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন করেছেন কিং খানকে তেমনই আবার আরেকপক্ষ সমালোচনায় ব্যাস্ত। এর মাঝেই আরিয়ান কে নিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন এক বলিউড অভিনেতা। তাঁর মন্তব্য, “নিজের ছেলেকে সামলান।” কে এই অভিনেতা? তিনি পীযূষ মিশ্র (Piyush Mishra)। বলিউডের অনেক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। শাহরুখের সঙ্গেও একই সিনেমাই কাজ করেছিলেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ (Dil Se) ছবিতে কিং খানের সহ-অভিনেতা ছিলেন পীযূষ। আর তাঁর উদ্দেশেই যখন এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হল যে, “আরিয়ান খান জামিন পাওয়ায় তাঁর কী প্রতিক্রিয়া?” তখনই বেঁফাস কথা ফেলেন পীযুষ। পীযুষ বলেন, “আমার প্রতিক্রিয়া কী হতে পারে? কাণ্ড করেছে সে। জামিন পেয়ে বাইরেও এসে গিয়েছে। এর সঙ্গে আমার কোনও লেনদেন নেই। ঠিক আছে হয়ে গেছে। এখন যেমন কর্ম করেছে, তেমন ফল ভোগ করবে। নিজের ছেলেকে সামলাক। ব্যস এটাই।”

Related Articles

Back to top button