সত্যিই কী কালো টাকাতে তৈরি হয়েছে বিজয় অনন্যার ‘লাইগার’, পরিচালকদের 12 ঘণ্টার জেরা ED-র
কালো টাকাতে তৈরি হয়েছে বিজয় অনন্যার 'লাইগার

চলতি বছরের ২২ সে আগস্ট মুক্তি পেয়েছিল ‘লাইগার’ (Liger) ছবিটি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা (Vijay Devarakonda) ও অনন্যা পাণ্ডে (Ananya Pandey)। দক্ষিণী পরিচালক পুরী জগন্নাথ (Puri Jagannath) ছবিটির পরিচালনা করেছেন। বিশাল অংকের বাজেট নিয়ে ছবিটি তৈরি করা হয়েছিল। ‘লাইগার’ ছবির প্রযোজক হলেন চার্মি কৌর (Charmi Kour)। বিগ বাজেটের এর ছবিটি বক্সঅফিসে সেভাবে ফলাফল করতে পারেনি। সে যাই হোক, ছবিটি নিয়ে বর্তমানে একটু জলঘোলা হচ্ছে। এবার এই ছবির বিরুদ্ধেই অভিযোগ তুলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। চলুন প্রতিবেদন থেকে খবরের বিস্তারিত তথ্য জেনে নিন।
পরিচালক পুরী জগন্নাথ দক্ষিণী ছবির খুবই জনপ্রিয় পরিচালক। এবার ‘লাইগার’ ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডেও বেশ পরিচিত হয়ে উঠেছেন। এই ছবির প্রচার চলেছে সারা দেশ জুড়ে। উপস্থিত ছিলেন অনন্যা-বিজয়। সঙ্গে ছিলেন প্রযোজক চার্মি কৌর। দুই তারকার সঙ্গে প্রযোজককে সর্বদা প্রচারে দেখা গিয়েছিল। ইডির দাবি ছবিটি কালো টাকায় তৈরি হয়েছে (Black money in film production)। এজন্য ছবির পরিচালক ও প্রযোজককে টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
২০২১ সালেও আর্থিক তছরূপে পরিচালক পুরী জগন্নাথের নাম জড়িয়েছিল। এক বছর পর আবার এই পরিচালকের নাম জোরালো আর্থিক কেলেঙ্কারিতে। কেন্দ্রীয় সংস্থা ইডি জানিয়েছে, ‘লাইগার ছবিটি তৈরির জন্য বিলাস বিদেশি মুদ্রার ব্যাবহার করা হয়েছে। যা বৈদেশিক মুদ্রা বিনিময়ের নিয়ম লঙ্ঘন করেছে বলে ইডির দাবি। অন্যদিকে রাজনৈতিক নেতাদের এই ছবির সঙ্গে যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে। সূত্র মারফত আরেকটি তথ্য উঠে আসছে যে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও (Chandra Shekhar Rao)-এর মেয়ে কবিতা ‘লাইগার’ ছবিতে অর্থ বিনিয়োগ করেছেন।
প্রসঙ্গত, ‘লাইগার’ ছবির বাজেট ছিল প্রায় ১০০ কোটি টাকা। ছবিটি দারুণ ভাবে ফ্লপ হওয়ায় নির্মাণের ৮০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন পরিচালক। ছবিতে বিজয় দেবেরাকোণ্ডা, অনন্যা পাণ্ডে ছাড়াও মাইক টাইসনকেও দেখা গিয়েছে। ছবির বেশির ভাগ শুটিং হয়েছে মুম্বাইয়ে। অন্যদিকে কিছু অংশের শুট করা হয়েছিল আমেরিকাতেও ছবির উপস্থাপক ছিলেন করণ জোহার (Karan Johar)। এই অভিযোগে ছবির কলা-কুশুলীদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, তা এখনো জানা যায়নি।