সিনেমাকেও হার মানাবে জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্তের রিয়েল লাইফ, একসময় চপ বেঁচে চালিয়েছিলেন সংসার

টলিউডে কমেডিয়ান বা খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত। তিনি টিভির ছোটো পর্দায়ও অভিনয় করে থাকেন। তিনি কখনো বাবার চরিত্রেও অভিনয় করে থাকেন টলিউডে। তিনি ২০০৬ সালে ‘হারবার্ট ‘ সিনেমাই অভিনয় করে টলিউড জগতে প্রবেশ করেন। তবে অভিনয় জগতে আসার আগে তাঁকে অনেক কষ্ট করতে হতো। তাঁর পরিবারে ঠিক মতো অন্ন জুটতো না। আসুন বিস্তারিত জেনে নিন সুপ্রিয় দত্তের ব্যাপারে।

সুপ্রিয় দত্ত জন্মগ্রহণ করেছিলেন গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারে। অভাব অনটন মধ্য দিয়ে তাঁর পরিবার প্রত্যহ যেতে হতো একসময়ে। তিনি পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। কিন্তু পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য বাবার সাথে চপ ভাজতে হতো তাঁকে। এদিকে ছেলের পড়াশোনায় ভালো বলে বাবার স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে ভালো চাকরি করবে। এই জন্য তাঁর বাবা-মা সব সময় তাঁকে উৎসাহ করতেন পড়াশোনার জন্য।

তবে সুপ্রিয় বাবু একসময় লক্ষ্য করলেন পড়াশোনার পাশাপাশি তাঁর অভিনয় জগতের দিকে ঝোঁক বাড়ছে। তিনি গ্রাম থেকে কলকাতায় এসে নাটক এবং থিয়েটার এর সাথে যুক্ত হলেন। তবে টলিউড জগতে দর্শকরা তাঁকে চিনেছিলেন ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ মুভির মাধ্যমে।

তিনি ‘চ্যালেঞ্জ’, ‘লে ছক্কা’, ‘দুই পৃথিবী’, ‘সেদিন দেখা হয়েছিল’ প্রমূখ সুপারহিট মুভিতে অভিনয় করেছিলেন। তিনি ছোট পর্দায় ,’গঙ্গারাম’, ‘সর্বজয়া’ ইত্যাদি ধারাবাহিকে বর্তমানে অভিনয়ও করছেন।
তিনি একাধিক চরিত্রে দারুন অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন।

 

Related Articles

Back to top button