এক সময় বাড়ি বাড়ি গিয়ে বেচেছিলেন ফিনাইল!আজ বলিউডের অন্যতম সফল অভিনেতা, সিনেমার গল্পকেও হার মানাবে গুলশান গ্রোভারের জীবনকাহিনী

বলিউড জগতে ‘ব্যাটম্যান’ বলে আখ্যা দেওয়া হয়ে থাকে জনপ্রিয় অভিনেতা গুলশান গ্রোভারকে। তিনি বলিউডে বেশিরভাগ সময়ে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ‘দুধ কা কার্জ’, ‘ইজ্জত’, ‘সওদাগর’, ‘কুরবান’, ‘রাম লখন’, ‘অবতার’, ‘অপরাধী’, ‘মোহরা’, ‘দিলওয়ালে’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘হেরাফেরি’র প্রমুখ সুপারহিট মুভিতে খলনায়কের অভিনয় করেছেন। তবে বলিউড জগতে আসার আগে তাঁর জীবন ছিল খুবই কষ্টের। দু মুঠো অন্নের জন্য তাঁকে প্রচুর পরিশ্রম করতে হতো।

তিনি জন্মগ্রহণ করেন দিল্লির খুব সাধারণ পরিবারে,১৯৫৫ সালে ২১শে সেপ্টেম্বর। তিনি পড়াশোনার পাশাপাশি সেলসম্যানের কাজ করতেন। তাঁর বাড়ি থেকে বাস স্ট্যান্ড পৌঁছাতে হতো ৯ কিলোমিটার হেঁটে। তাকে কলেজে পৌঁছানোর জন্য ৩টে বাস চেঞ্জ করতে হতো। পড়াশুনার পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে কাপড় কাচার সাবান, ফিনাইল বিক্রি করতেন। পয়সা রোজগার করতে সেই পয়সা কিছুটা তিনি পরিবারকে দিতেন, আর কিছুটা নিজের পড়াশোনার পিছনে খরচ করতেন।

পড়াশোনা শেষ করে তিনি মুম্বাইয়ের পাড়ি দেন অভিনয়ের টানে। তিনি সেখানকার থিয়েটারে যোগদান করেন। থিয়েটার করতে করতেই ১৯৮০ সালে ‘হাম পাঁচ’ ছবিতে অভিনয় করার সুযোগ পান। তিনি তাঁর জীবনের বেশির ভাগ ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।