খুদে জনপ্রিয় তারকা অরিত্র এখন বড় হয়ে গিয়েছে, দেখে নিন তাঁর বর্তমান লুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ছবি

আজ কালকার দিন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম গুলিতে খুব সহজেই কোন জিনিস যেমন ভাইরাল হয়ে যায়, তেমনি কারও সম্বন্ধেও খুবই সহজে জানাও যায়। তবে আজ কথা বলব টলিউড জগতের খুদে তারকা অরিত্রকে নিয়ে।

তবে অরিত্র এখন আর ছোট নেই, সে এখন অনেক বড় হয়ে গিয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনিই তুমি যে আমার’ সিনেমাতে খুদে তারকা হিসেবে অভিনয় করে টলিউড জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

এরপর তিনি ‘চ্যালেঞ্জ’ এবং আরো অনেক সুপারহিট মুভিতে অভিনয় করেন। শুধু বড় পর্দায় নয় ছোট পর্দায়ও তিনি অভিনয় করেছেন। তিনি ‘ড্যান্স বাংলা ড্যান্স জুনিয়ারেও’ সঞ্চালনা করেছিলেন। তিনি মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন।

তবে অরিত্র কিছু বছর অভিনয় জগত থেকে দূরে সরে ছিলেন। আসলে অরিত্র অভিনয় দক্ষতার সাথে সাথে তিনি একজন ভালো মেধাবী ছাত্র ছিলেন। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ২০১৬ সালে। এরপর সমাজবিদ্যায় স্নাতক হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে।

এখন তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিং এর কাজে লিপ্ত রয়েছেন। তবে শোনা যাচ্ছে, আবার পর্দার সামনে আসতে চলেছে অরিত্র খুব শিগগিরই।

Related Articles

Back to top button