ভাইরাল হবার পর চলছে না ব্যবসা, আতঙ্কে কাটছে দিন! পুলিশের দ্বারস্থ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর

সম্প্রতি ভাইরাল হয়েছে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম’ এই গানটি গেয়ে তিনি। সোশ্যাল মিডিয়ায় কয়েকশো কোটি মানুষ গানটি ইতিমধ্যে শুনে ফেলেছেন। তবে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এবার পুলিশের কাছে দ্বারস্থ হলেন অভিযোগ জানানোর জন্য।

বীরভূম জেলার দুবরাজ ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে থাকেন ভুবন বাদ্যকর। তিনি বাদাম বিক্রি করেই তাঁর সংসার চালান। তিনি গ্রামে গ্রামে বাদাম বিক্রির সময় গান গেয়ে বা সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা এসব নিয়েই বাদাম বিক্রি করে থাকেন। তবে তাঁর গান ভাইরাল হওয়ার পর তাঁর ভয় হচ্ছে , তাঁকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। এই জন্য সে গ্রামে গ্রামে বাদাম বিক্রি করাও বন্ধ করে দিয়েছে।

তিনি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, তিনি আতঙ্কে আছেন তাঁর গানের জন্য তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে না যায়। তাঁর গান কপি রাইট করে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক টাকা উপার্জন করছেন। অথচ তিনি কিছুই পাচ্ছেন না। তিনি আরো দাবি করেছেন , গানের জন্য তাঁর প্রাপ্য টুকু চায় সে। তিনি থানায় হেলমেট পড়ে গিয়েছিলেন, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজনের একাংশ ভুবন বাবুকে ট্রোলও করেছে। অনেকে তাঁর এরম অভিযোগ শুনে হেসেই কুপোকাত।