বুর্জ খলিফার ১ টি ফ্ল্যাটের দাম ২০০ কোটি, ভেতরে রয়েছে এমন জিনিস

বুর্জ খলিফার ১ টি ফ্ল্যাটের দাম ২০০ কোটি

পৃথিবীতে যতগুলি বহুতল রয়েছে তার মধ্যে দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফা (Burj Khalifa) অন্যতম। এটি পৃথিবীর অন্যতম বিস্ময় ও আকর্ষণ। দেশ-বিদেশে থেকে বহু পর্যটক এই স্থানে ভ্রমণে যান। অনেকেরই দুবাইয়ের (Dubai)বুর্জ খালিফাতে একবার ঘুরতে যাওয়ার ইচ্ছা। তবে জানেন কি ৮২৮ মিটার উচ্চতা বিশিষ্ট এই বহুতলে কি রয়েছে? পৃথিবীর উচ্চতম এই বহুতল (The Tallest Building In The World) কি দিয়ে সাজানো? অনেকেরই জানার ইচ্ছা। চলুন আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।

Bhruj Khalifa

প্রসঙ্গত, ২০০৪ সালে বুর্জ খলিফা নির্মাণের কাজ শুরু হয়েছিল, যা শেষ হয় ২০০৯ সালের অক্টোবর মাসে। পৃথিবীর উচ্চতম এই বহুতল নির্মাণ করতে প্রায় ৫ বছর সময় লেগেছিল। ২০১০ সালের ৪ঠা জানুয়ারি অনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। এই বহুতলের উচ্চতা ৮২৮ মিটার, যেখানে রয়েছে ১৬৩ তল। সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট খলিফা বিন জ়ায়েদ আল নাহ্ইয়ানের নামে এর নামকরণ করা হয়েছিল। প্রথমে এর নাম ছিল বুর্জ দুবাই, পরে বুর্জ খালিফা নাম রাখা হয়।

Night Scene

বুর্জ খালিফাতে মোট বাসস্থানের সংখ্যা ৯০০, যেখানে ৩০ হাজারের বেশি মানুষ থাকেন। বাসিন্দা ছাড়াও এই বহুতলে যে কোনো পর্যটক গিয়ে থাকতে পারবেন। এই হোটেলে স্পা থেকে শুরু করে রয়েছে সুইমিং পুল, লাইব্রেরি এবং জিম। এছাড়া রয়েছে নিজস্ব দোকান, বাজার, শপিং মল। এই বহুতলে ৪ টি সুইমিং পুল রয়েছে। যার মধ্যে দুটি রয়েছে ৪৩ ও ৭৬ তলায়। অন্য দুটি রয়েছে ‘দ্য ক্লাব’-এর ছাদে ও এক পাশে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ‘দ্য ক্লাব’ (The Club) হলো এই হোটেলের স্বাস্থ্যচর্চা কেন্দ্র। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য হোটেলের ১২৩ তলায় রয়েছে একটি লাইব্রেরি। ৪৩, ৭৬ এবং ১২৩ তলায় রয়েছে স্কাই লবি। যেখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে পৃথিবীর উচ্চতম রেস্তোরাঁ ‘অ্যাটমোসফিয়ার’ (Atmosphere) রয়েছে। এছাড়া বুর্জ খলিফার ১৪৮ তলায় রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজ়ারভেশন ডেক (Outdoor Observation Deck)। পর্যটকেরা এখান থেকে ইরানের সমুদ্র উপকূল সুন্দর ভাবে দেখতে পান।

Swiming pool

পৃথিবীর উচ্চতম বহুতলে থাকার খরচও বিশাল। এই বহুতল ৪ থেকে ৫ বেডরুমের কোনো অ্যাপার্টমেন্ট নিলে, খরচ পড়বে ২ কোটি ৭ লক্ষ ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে হিসাব করলে দাড়ায় ২০০ কোটিরও বেশি। অন্যদিকে বুর্জ খালিফায় যে কোনো একটি স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট কিনতে গেলে, ২০ লক্ষ আরবীয় মুদ্রা খরচ করতে হবে। যা ভারতীয় মূল্যে ৪ কোটি ৩০ লক্ষ টাকা। তবে রক্ষণাবেক্ষণ বাবদ আলাদা ভাবে সার্ভিস চার্জ দিতে হবে। এর খরচ নির্ভর করে অ্যাপার্টমেন্টের আকারের উপর। এই খরচ কখনো কখনো ১ কোটি টাকার বেশি হয়।

Liabary