তালিকা থেকে বাদ পড়ল ঐশ্বর্য সুস্মিতার নাম, এবার বিশ্ব সেরা সুন্দরীর খেতাব জিতলেন এই বলিউড অভিনেত্রী

বিশ্ব সেরা সুন্দরীর খেতাব জিতলেন এই বলিউড অভিনেত্রী

প্রাচীন গ্রীসে এক বিশেষ পদ্ধতি অনুসরণ করে নারীদের সৌন্দর্য পরিমাপ করা হতো। সেই নীতি অনুসরণ করে চিকিৎসক জুলিয়ান ডি সিলভা (Dr. Julian Silva) সৌন্দর্য পরিমাপের মাপকাঠি তৈরি করে ফেলেন। এটি মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম ব্যাবহার করে বেশ কয়েক বছর ধরে বিশ্বসেরা সুন্দরীদের নির্বাচন করা হচ্ছে। এ বছরও এই কম্পিউটার প্রোগ্রাম নির্দিষ্ট মাপকাঠির নিরিখে সেরা সেরা ১০ সুন্দরীর (10 Best Beautiful Women In World) তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বলিউডের (Bollywood) কেবল একজন অভিনেত্রী জায়গা নিয়েছেন। কে এই অভিনেত্রী? তা আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জানাবো।

Deepika Padukone

ভারতের সেরা সুন্দরী বলতে প্রথমেই যাঁদের মুখ ভেসে উঠবে, তাঁরা হলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই ও সুস্মিতা সেন। তবে এই কম্পিউটার প্রোগ্রাম অন্য কথা বলছে। দুই অভিনেত্রীই নাকি সেরা সুন্দরীর যোগ্য নন। এমনটাই বলছে এই প্রোগ্রাম। তাঁদের চেহারা নাকি অতটা সুন্দর নয়, যতটা সুন্দর হলে বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীর তালিকায় আশা যায়।
এখন প্রশ্ন হলো কে সেই অভিনেত্রী? যিনি সৌন্দর্যের দিক থেকে ঐশ্বর্য, সুস্মিতা সেনকেও পিছনে ফেলেছেন। জানিয়ে রাখি, তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

জুলিয়ান ডি সিলভা আবিষ্কৃত কম্পিউটার প্রোগ্রাম দ্বারা অভিনেত্রী দীপিকার মুখমন্ডল পরীক্ষা করে দেখা হয়েছে। এরপরই তিনি ২০২২ সালের সেরা ১০ সুন্দরীর মধ্যে দশম স্থানে জায়গা করে নিয়েছেন। এই কম্পিউটার পদ্ধতিতে ফাই বলা হয়। যা ‘গোল্ডেন রেশিও’ দিয়ে শরীরের আকৃতি ও সৌন্দর্য বিচার করে। প্রসঙ্গত, পূর্বে গ্রীসে এই পদ্ধতি অনুসরণ করে নারীর সৌন্দর্য পরিমাপ করা হম্ম সেই পদ্ধতিতে বৈজ্ঞানিক বলে ধরা হয়েছে।

beautiful women

ফাই পদ্ধতি দিয়ে চেহারার সাথে সাথে মুখের সৌন্দর্য পরিমাপ করা হয়। মেকআপ বা কোনো কসমেটিকস ব্যাবহার না করে, একজন নারীকে কেমন দেখতে হবে তা বলে দেয় এই প্রোগ্রাম। শুধু তাই নয় অন্যদের থেকে তার চেহারা কতটা সুন্দর সেটাও বলে দিতে সমর্থ। প্রসঙ্গত, মুখ ও চেহারার বিচার করে সেরা সুন্দরী নির্বাচন করে এই কম্পিউটার প্রোগ্রাম।