আম্বানি থেকে সালমান পড়েছেন যেখানে সেই কোটিপতিদের ৫ টি সেরা স্কুলের বার্ষিক বেতনেই কেনা যাবে গাড়ি বাড়ি
আম্বানি থেকে সালমান পড়েছেন

সন্তানকে মানুষের মতো মানুষ করতে বাবা মায়ের সবচেয়ে সেরা স্কুলটি বেছে নেন। যাতে সন্তানদের শিক্ষাক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে। একই ভাবে ভারতীয় ধনকুবেরদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্যও রয়েছে বেশ কিছু ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলগুলির মান যেমন উচ্চ, তেমন স্কুল ফি অনেক বেশি। এই স্কুলগুলির বার্ষিক ফি দিয়ে যে কোনো মধ্যবিত্তের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আজ এমনই কিছু স্কুলের কথা জানাবেন, যে স্কুলে পড়াশোনা করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদরা। চলুন জেনে নিন ভারতে অবস্থিত পাঁচটি সেরা স্কুল (5 most expensive schools within India)।
১) সিন্ধিয়া স্কুল (Sindhia School)
এই স্কুলটি গোয়ালিয়রে ১০০ একর জায়গা জুড়ে অবস্থিত। ১৮৯৭ সালে গোয়ালিয়রের মহারাজা মাধব রাও সিন্ধিয়া এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। মূলত ছেলেদের কথা ভেবেই এই স্কুলটি প্রতিষ্ঠা করেন তিনি। এখানে প্রতি ১০ জন ছাত্রের পিছনে থাকেন একজন শিক্ষক। মুকেশ আম্বানি থেকে শুরু করে সালমান খান এই স্কুলেরই ছাত্র ছিলেন। এই স্কুলের বার্ষিক ফি ১২ লক্ষ টাকা।
২) মেয়ো কলেজ (Mayo College)
প্রায় ৩৮৭ একর জমি জুড়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত। এই স্কুলেও প্রতি ১০ জন শিক্ষার্থী পিছু একজন শিক্ষক থাকেন। আর্ল রিচার্ড ১৮৭৫ সালে মেয়ো কলেজ প্রতিষ্ঠা করেন। এই স্কুলের পড়তে গেলে বার্ষিক ৬.৫ লক্ষ টাকা খরচ করতে হবে। এখানে পড়াশোনার পাশাপাশি ঘোড়ায় চড়া, রাইফেল শুটিং সহ আরো অনেক কিছু সেখানো হয়। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের শেষ মহারাজা হরি সিং বাহাদুর এই স্কুলেরই ছাত্র ছিলেন।
৩) উডস্টক স্কুল (Woodstock School) :
১৮৫৪ সালে উত্তরাখণ্ডের মুসৌরিতে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। স্থানটি পাহাড়ি সুন্দর পরিবেশ দ্বারা ঘেরা। পাহাড়ের চূড়ায় অবস্থিত। চারিদিকে রয়েছে ঘন সবুজ বন। যা যে কোনো পর্যটন কেন্দ্রকে হার মানাবে। এই স্কুলটি ভারতের অন্যতম ব্যয়বহুল স্কুল। এই স্কুলে পড়তে গেলে বার্ষিক ১৬ লক্ষ টাকা খরচ করতে হবে।
৪) ইকোল মডিয়াল ওয়ার্ল্ড স্কুল (Ecole Mondiale World School)
ভারতে অবস্থিত আরেকটি উল্লেখযোগ্য ব্যয়বহুল স্কুল হলো ইকোল মডিয়াল ওয়ার্ল্ড স্কুল। এটি মুম্বাই শহরে অবস্থিত, যা ওখানকার সবচেয়ে বিখ্যাত স্কুল। এই স্কুলটি আন্তর্জাতিক ব্যাকালোরেট বোর্ডের অধীনে রয়েছে। এই স্কুলের বার্ষিক ফি ৯.৯ লক্ষ টাকা। প্রায় ২৫০ একর জায়গা জুড়ে অবস্থিত এটি।
৫) ওয়েলহাম বয়েজ স্কুল (Welham Boys’ School)
এছাড়া ওয়েলহাম বয়েজ স্কুলটিও ভারতের অন্যতম ব্যয়বহুল স্কুল। এটি দেরদুনে অবস্থিত। ভারতের স্কুল গুলির মধ্যে এটি সবচেয়ে ঐতিহ্যবান ও মর্যাদা সম্পন্ন স্কুল। এই স্কুলের বার্ষিক ফি ৫.৭ লক্ষ টাকা। রাজীব গান্ধী থেকে শুরু করে মণিশংকর আইয়ার, নবীন পট্টনায়ক, সঞ্জয় গান্ধী, বিক্রম শেঠের মত রাজনীতিবিদরা এই স্কুল থেকে পড়াশোনা করেছেন।