শুধু রাজনীতিতে ভরে গেছে! টলিউডে কাজের অভাবে বলিউডে পাড়ি দিচ্ছেন একাধিক টলি তারকা

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা শুরু করেছে রাজত্ব বলিউডে

ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রি গুলির অনেক ভাগ রয়েছে যেমন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি। তবে সবার উপরে যেই ইন্ডাস্ট্রি দেশ-বিদেশে পরিচিত সেটা হলো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি (Bollywood film industry) । বলিউড ফিল্মের ও এখানকার অভিনেতা-অভিনেত্রীদের ভক্ত দেশের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে রয়েছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood film industry) ফিল্ম, কাস্ট, পরিচালক, কোরিওগ্রাফার, সিঙ্গাররা এতটাই দুর্দান্ত ও ট্যালেন্টেড হয় যে গোটা বিশ্ব বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির উপর মুগ্ধ।

লোকে অধির আগ্রহে অপেক্ষা করে বসে থাকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন নতুন ফিল্ম দেখার জন্য। এমনকি ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা ও হলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরাও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ খোঁজে ও এই ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করে । বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bengali film industry) অনেক অভিনেতা-অভিনেত্রীর মধ্যে অনেকেই বহু যুগ ধরে বলিউডে কাজ করেছে ও দুর্দান্ত জনপ্রিয়তাও অর্জন করেছে। যার মধ্যে  অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছে প্রসেনজিৎ, ঋতুপর্ণার, পরমব্রত, খরাজ, শর্মিলা, রায়মা, সোহম, স্বস্তিকা ইত্যাদি অভিনেতা-অভিনেত্রীদের নান রয়েছে।

তবে গত কিছু বছর ধরে একটু বেশি মাত্রাতে বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের (Bengali film industry Actor-actress)  ভিড় বাড়ছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর এই অভিনেতা অভিনেত্রীরা (Bengali film industry Actor-Actress)  বেশ জনপ্রিয়তা অর্জনও করছে বলিউডে গিয়ে। তাই আজ আমরা আমাদের আর্টিকেলে ৪ জন টপ বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের বিষয় আলোচনা করবো যারা ক্রমশ বলিউডে কাজ করেছে ও দুর্দান্ত সফলতা অর্জন করেছে। আসুন দেখেনি তালিকাটি।

১) টোটা রায় চৌধুরী: ইনি হচ্ছে বাংলা ফেমাস ধারাবাহিকের গুরুত্বপূর্ন চরিত্র ‘রোহিত দা’। এছাড়া তিনি বাংলার অনেক ব্লকবাস্টার ফিল্মেও কাজ করেছেন। তবে টোটা এখন বলিউডে এন্ট্রি নিয়েছে করণ জোহারের আসন্ন ফিল্ম রকি অর রানী কি প্রেম কাহানি’-এর মাধ্যমে। এই ফিল্মে রানবির কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে রয়েছেন টোটা রায় চৌধুরীও।

Tota ray choudhary

২) স্বস্তিকা মুখার্জী: টলিউডের এই সুন্দরী বেশ কয়েক বছর ধরেই বলিউডে অভিনয় করছেন। একাধিক হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। এর সঙ্গে বেশ কিছু ওয়েব সিরিজেও তাকে দেখা গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’তে তার অভিনয় বেশ প্রশংসা পায়।

Swastika Chatterjee

৩) শাশ্বত চ্যাটার্জী: এই তালিকা অসম্পূর্ণ থেকে যায় শাশ্বত চ্যাটার্জীকে ছাড়া। বহুদিন আগেই বলিউডে নাম লিখিয়েছেন তিনি। ‘কাহানী’, ‘জগ্গা জাসুস’ থেকে শুরু করে ‘দিল বেচারা’তে অভিনয় করে সারা ভারতের দর্শনের মন জয় করেছেন তিনি। আগামী দিনেও তিনি আরও বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিতে পারেন বলে জানা যাচ্ছে।

Shashwata Chatterjee

৪) যীশু সেনগুপ্ত: ইনি তো নিজের অভিনয় দ্বারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Bengali film industry) পাশাপাশি বহু ফিল্মে রাজত্ব করে চলেছেন। তিনি মর্দানি ফিম দ্বারা বলিউডে এন্ট্রি নিয়েছিলেন এবং সাউথ ফিল্মেও কাজ করেছেন তিনি। তার কয়েকটি উল্লেখযোগ্য ফিল্ম হলো পিকু’, ‘মর্দানি’, ‘সড়ক ২’, ‘শকুন্তলা দেবী’, ‘অন্তিম’ থেকে শুরু করে ‘শ্যাম সিংহ রায়’, ‘সীতারামান’ ইত্যাদি।

Jishu Sengupta