চাপ বাড়ল Jio, BSNL-এর এই 4 টি প্ল্যানে মিলবে 1 বছরের ভ্যালিডিটি সহ প্রতিদিন 3 জিবি ডেটা ব্যবহারের সুবিধা

ডিসেম্বর মাসের প্রথম দিকেই সবকটা প্রাইভেট টেলিকম সংস্থাগুলো রিচার্জ এর দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। কিন্তু সরকারি সংস্থা BSNL এই সময় গ্রাহকদের জন্য অনেকগুলো অফার নিয়ে এসেছে। তারা 4g ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণাও করেছে।

আজ জেনে নিন, BSNL এর এক বছরের রিচার্জ এর প্ল্যান শুরু হচ্ছে ১৫০০ টাকার থেকেও কম। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলোর এক বছরের রিচার্জ প্লান ২০০০ টাকার থেকেও বেশি টাকা লাগে।

BSNL এর প্রিপেইড প্ল্যান ১৪৯৯ টাকার:
এই প্রিপেইড প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড কল এবং মোট ২৪ জিবি ডেটা পাবে। প্রতিদিন ১০০টা করে এসএমএসের সুবিধা। প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন।

BSNL এর প্রিপেইড প্ল্যান ১৪৯৮ টাকার:
এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে ২ জিবি করে আনলিমিটেড ডেটা। প্রতিদিন আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। ইন্টারনেটের গতি বেগ থাকবে ৪০ কেবিপিএস স্পিডে। এই প্ল্যানের বৈধতা ১ বছর থাকবে।

BSNL এর প্রিপেইড প্ল্যান ১৯৯৯ টাকার:
এই প্রিপেইড প্ল্যানে থাকবে ৫০০ জিবি করে ডেটা এক্সেস। আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। ফ্রি এসএমএস এর সুবিধাও পাওয়া যাবে। প্ল্যানের বৈধতা ১ বছর থাকবে। অ্যাডিশনাল ডেটার সুবিধা থাকবে ১০০ জিবির।

BSNL এর ২৩৯৯ টাকার প্ল্যান:

প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। ১০০ টা করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। Eros now ott সাবস্ক্রিপশনের সুবিধা পাওয়া যাবে।

BSNL Tunes app এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৪২৫ দিন।