হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল ৬ কোটি টাকা, সব টাকা খরচ করে বড় কান্ড করে বসলেন যুবক! আর তারপর

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল ৬ কোটি টাকা

রাতারতি বড়লোক হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। যাকে বলে কিনা ছেড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখা। তবে এমন স্বপ্ন বাস্তব হয়েছে খুব কম। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু যদি ঘুম থেকে উঠে দেখেন রাতারাতি আপনার ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) কয়েক কোটি টাকা জমা হয়েছে, আপনি কি কবেন? নিশ্চই অবাক হবেন। এমনই ঘটলো এক ব্যক্তির সঙ্গে। যার ব্যাংক অ্যাকাউন্টে রাতারাতি ঢুকলো কয়েক কোটি টাকা। তারপর যা হলো তা শুনলে আপনি অবাক হবেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

bank

এই ঘটনাটি অস্ট্রেলিয়ার (Australia) সিডনিতে (Sidni) ঘটেছে। এটি ঘটেছে ২৪ বছর বয়সী আবদেলের গাদিয়া সঙ্গে, যিনি পেশায় একজন র‌্যাপার (Rapper)। আসলে ওই ব্যক্তি একদিন ঘুম থেকে উঠে দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার বেশি টাকা জমা পড়েছে। সকাল সকাল বিপুল পরিমাণ অর্থ থেকে তিনি আনন্দে লাফাতে থাকেন। সত্যি যে ঘটনা লাফানোর মতোই ঘটনা। তারপর ওই ব্যক্তির সঙ্গে যা হলো, তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু হঠাৎ করে এত টাকা কিভাবে এলো?

আসলে এক দম্পতি ভুল করে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিলেন। ওই দম্পতি নতুন বাড়ি তৈরি জন্য অর্থ প্রদান করছিলেন। তবে ব্যাঙ্কের বিবরণ ভুল এন্ট্রি করার কারণে, সেই অর্থ ট্রান্সফার হয় আবদেলের কমনওয়েলথ ব্যাংক অ্যাকাউন্টে। তবে আবদেল বিষয়টি লুকিয়ে যায়। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষে কিছু জানায়নি। ৬ কোটি ১৪ লক্ষ টাকা হটাৎ করে পায় তিনি। এরপর তিনি সেই অর্থ ইচ্ছা মতো খরচ করেন। শুরু করেন বিলাসবহুল জীবনযাপন।

money

পুরো বিষয়টা জানা জানি হলে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত বুধবার আবদেলকে সিডনির একটি আদালতে হাজির করা হয়। তিনি পুলিশকে জানিয়েছেন, একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। এরপর আর দেরি না করে ৫ কোটি অর্থ খরচ করে তিনি স্বর্ণ কেনেন। ৯০ হাজার টাকার জিনিস পত্র কেনাকাটা করেন এবং বারে মজা করেন। এরপর যে অর্থ অবশিষ্ট ছিল, সেই অর্থ তিনি এটিএম থেকে তুলে নেন এবং সব টাকা খরচ করে ফেলেন।আদালত ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। ডিসেম্বরে তাঁর সাজা হবে।

Related Articles

Back to top button