বাংলায় এসে ‘কাঁচা বাদাম’ গানে তুমুল নাচ বাংলাদেশের যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান। ‘ বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেইকো ভাজা বাদাম’ তাঁর এই গানটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের মিলিয়ন মানুষ গানটি ইতিমধ্যে শুনে নিয়েছেন। এবার সেই বাদাম বিক্রেতার সঙ্গে দেখা করতে হলেন বাংলাদেশের এক টিকিটক স্টার।

বাংলাদেশ থেকে ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করতে আসেন এক যুবতী। তিনি বাংলাদেশের টিকটক স্টার। এরমি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভুবন বাবু গান করছেন , আর ওই যুবতী নাচছেন। গ্রামের মানুষজন ভিড় করে দাঁড়িয়ে ওই নাচ দেখছেন।

https://fb.watch/9HiPnFL6hv/

যুবতী নাচের শেষে ভুবন বাবুর সাথে কিছুক্ষণ গল্পও করেন। তিনি ভিডিওতে সমস্ত দর্শকদের অনুরোধ করেন , সবাই যেন ভুবন বাবুর পাশে এসে দাঁড়ায়।

কিন্তু একটা প্রশ্ন কি সবার মনে জাগছে না, আজকে যে মানুষটার গান ভাইরাল হলো এতো। সেই মানুষটার আখেরে লাভটা কি হল? অথচ বড় বড় ইউটিউবরা তার গানটি কপিরাইট করে হাজার হাজার টাকা উপার্জন করছেন। অথচ এই সাধারণ গরিব মানুষটি কিছুই পেলেন না।

Related Articles

Back to top button