শেষবারের মতো আদর চুম্বনে ভরিয়ে দিলেন নিজের ঐন্দ্রিলাকে, ভিডিও দেখে আবেগে ভাসলেন গোটা বঙ্গবাসী

ঐন্দ্রিলা ও সব্যসাচী (Aindrila Sharma and Sabhyasachi Chowdhury) টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি ও নাম করা অভিনেতা-অভিনেত্রী। এছাড়া এনারা দুজন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও প্রতিষ্ঠিত অভিনেতা ও অভিনেত্রী বটে। একসাথে প্রচুর সিরিয়াল, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে মনে আলাদা জায়গা করে নিয়েছে অভিনেতা-অভিনেত্রী। এই জুটির প্রেম সম্পর্কের কথা যদি বলি ২০১৭ সালে ‘ঝুমুর’ সিরিয়াল থেকেই আলাপ হয়েছিল ঐন্দ্রিলার সব্যসাচীর সাথে। এটি ঐন্দ্রিলার ডেবিউ সিরিয়াল ছিল। এরপর ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ঊঠেছিল তাদের মধ্যে তারপর সেই বন্ধুত্ব প্রেম বা ভালোবাসার সম্পর্কে পরিনতি পেয়েছিল। জানিয়ে দি ঐন্দ্রিলা ইন্ডাস্ট্রিতে আসার আগেই অর্থাৎ স্কুলে পরাকালীন ক্যানসারে আক্রান্ত হয়েছিল কিন্তু চিকিৎসার পর সুস্থ্য হয়ে যাওয়ার পর ইন্ডাস্ট্রিতে হাতে খড়ি হয়েছিল তার। সম্পর্ক শুরু হওয়ার ৪ বছর পর্যন্ত ভালোই চলছিল ঐন্দ্রিলা ও সব্যসাচীর প্রেম। কিন্তু ২০২১ সালে ঐন্দ্রিলা আবার আক্রান্ত হয়েছিল কিন্তু সেইবারও সে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসে।
তবে চলতি বছর ১লা নভেম্বর মাসে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ায় আবার অসুস্থ হয়ে পরে এবং হসপিটালে ভর্তি করা হয় তাকে। এবারে ঐন্দ্রিলার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় ও ক্রিটিকাল। ফলে ডাক্তাররা জবাব দিয়ে দেয় যে যেকোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। তবে ঐন্দ্রিলার এই দুর্যোগের সময় সবসময় ঐন্দ্রিলার পরিবারের পাশাপাশি সব্যসাচী সবসময় তার সাথে ছিল। সব্যসাচী প্রার্থনা করে চলেছিল ঐন্দ্রিলার সুস্থতার জন্য। এমনকি তিনি ফেসবুকে ঐন্দ্রিলার শরীরের আপডেট ভক্তদের জানাচ্ছিল ও ভক্তদের কাছে অনুরোধ করছিল তারা যাতে প্রার্থনা করে ঐন্দ্রিলার সুস্থ্যতার। এমনকি সব্যসাচী এটাও বলেছিলেন ঐন্দ্রিলার বিষয় যে- নিজে হাতে করে নিয়ে এসেছেন আর নিজে হাতেই ফিরিয়ে নিয়ে যাবেন— কিন্তু কথা রাখতে পারলেন না সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। সকলকে ফাঁকি দিয়ে চলেই গেলেন ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দুবার ক্যান্সারকে হারিয়েও এবারে আর মৃত্যর সাথে লড়াই করে জিততে পারলেন না ঐন্দ্রিল।
গতকাল ঐন্দ্রিলা (Aindrila Sharma) মারা যাওয়ার পর রবিবার হাওড়ার হাসপাতালের বাইরে কার্যত ঢল নেমেছিল অনুরাগীদের। সেখান থেকে ঐন্দ্রিলার মরদেহ নিয়ে আসা হয় কুদঘাটের আবাসনে। সেখানেও উপস্থিত ছিল অনেক অনুরাগী, কোস্টার্স ও ঐন্দ্রিলার ভালোবাসার মানুষ সব্যসাচী। এতদিন যিনি সবথেকে বেশি ঐন্দ্রিলাকে আগলে রেখেছিলেন সেই সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) আজ একেবারে নিশ্চুপ। গতকাল যখন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঐন্দ্রিলা সম্পর্কিত সমস্ত পোস্ট তিনি ভিলিট করেন তখনই সবাই বুঝতে পারে ঠিক কী ঘটতে চলেছে।
এরপর ঐন্দ্রিলার মৃত্যুর পর ঐন্দ্রিলার শেষ যাত্রা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে অভিনেত্রীর শেষযাত্রায় সব্যসাচী শেষবারের মতো ঐন্দ্রিলার সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন। পায়ে আদর ভরা চুম্বন করে চির বিদায় জানালেন কাছের মানুষটিকে। এরপরই ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয় অন্তিম ক্রিয়ার জন্য। জানা গেছে কেওড়া তলাতেই দাহ করা হয়েছে ঐন্দ্রিলাকে। রাত পৌনে আটটা নাগাদ সম্পূর্ণ হয় শেষকৃত্য। সেখানে অনুরাগী বা সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হয়নি। শুধু ছিলেন পরিবারের সদস্য আর মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আর রিপোর্ট থেকে জানা গেছে ঐন্দ্রিলার বাবা ও সব্যসাচী মিলে মুখে অগ্নি দিয়েছে ঐন্দ্রিলার।