“গাড়ি কিনলেও লোক বলছে সলমন কিনে দিয়েছে নাকি”- আক্ষেপ আয়ুষের

সালমান খান পরিচালিত ‘অ্যান্টিম – দ্য ফাইনাল ট্রুথ’মুভিতে সালমান খানের সাথে আরো একজনকে মূখ্য অভিনয়ে দেখা গিয়েছিল, তিনি হলেন আয়ুষ শর্মা। তাঁর প্রথম ছবি ছিল ‘লাভযাত্রী’ বলিউডে। সেটাও সালমান খানই প্রযোজনা করেছিলেন। তাছাড়াও তাঁর আরো একটি পরিচয় হলো তিনি হলেন সালমান খানের বোন অর্পিতার স্বামী। তাই কার্যত কম বেশি সবারই এটা ধারণা জন্মেয়েছে, আয়ুষ শর্মার ব্যক্তিগত ও পেশাদার জীবনে সমস্ত কিছুই সালমান খানই ঠিক করেন। তিনি এরজন্য নেটদুনিয়ায় বার বার সমালোচনার মুখেও পড়েছেন। সম্প্রতি তিনি একটি গাড়ি কিনেছেন। সেই নিয়েও কম বেশি সবারই মনে হয়েছে, সালমান খানই হয়তো গাড়িটি তাঁকে কিনতে বলেছে।

আয়ুষ শর্মা এই বিষয় নিয়ে প্রথমবার মুখ খুললেন।
তিনি বলিউডে বাবুলের সাথে কথা বলার সময় জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত, আমি জীবনে যাই করি না কেন, তাই লোকে ভাবে আমি সালমান খানের কথায় করি। আমি গাড়ি কিনলেও লোকে ভাবে সালমানের খানের কথায় কিনেছি। অথচ আমার টাকা আছে। আমি এদিক ওদিক ঘুড়ি না।”

তাঁকে যখন জিগ্গেস করা হয়, তিনি এগুলো কি ভাবে মোকাবিলা করেন, তখন তিনি জানিয়েছেন, এগুলো নিয়ে তিনি অতো মাথা ঘামান না। তিনি নেতিবাচক মন্তব্য পছন্দও করেন। তিনি ট্রোলকে সাধারণ দৃষ্টিতেই দেখেন।

আয়ুষের পরিবার যথেষ্ট শক্তিশালী। তাঁর বাবার নাম অনিল শর্মা। তিনি নিজেও হিমাচল প্রদেশের রাজনীতিবিদ। ভারতের যোগাযোগ মন্ত্রী ছিলেন ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ পর্যন্ত তাঁর দাদা পন্ডিত সুখরাম। তিনি বিধানসভায় ৫ বার এবং লোকসভায় ৩ বার নির্বাচনে জিতেছিলেন।