ইঞ্জিনিয়ারিং ছেড়ে নাম লিখিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একটা ভুলের জন্যই কেরিয়ার নষ্ট হয়েছিল অবিনাশের

৯০ দশকের অনেক অভিনেতা অভিনেত্রীরা বিনোদন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছিল। সেইসময়কার খুব কম তারকাদের আজকের দিনেও দেখা যায়। কিন্তু এমন কয়েকজন সেলেব আছেন, যারা নিজেদের একটা মাত্র ভুলের জন্য ছিটকে গিয়েছেন গ্ল্যামার দুনিয়া থেকে। সেরকমই একজন অভিনেতা হলেন অবিনাশ ওয়াধওয়ান (avinash wadhawan)।

একটা সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও, আজকের দিনে খুঁজে পাওয়া যায় না এই অভিনেতাকে। এককথায় বলতে গেলে, বিনোদন দুনিয়া থেকে হারিয়ে গিয়েছেন এই অভিনেতা। জেনে নিন আজকের দিনে ঠিক কোথায় রয়েছেন বলি অভিনেতা অবিনাশ ওয়াধওয়ান।

img 20230318 153750

১৯৬৮ সালের ২ রা নভেম্বর জন্মগ্রহণকারী অবিনাশ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছিলেন। তাঁর আসল নাম রাকেশ ওয়াধাওয়ান। তাঁর বাবা মা চেয়েছিলেন ছেলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হোন। কিন্তু তিনি চেয়েছিলেন মুম্বাইতে গিয়ে এমবিএ করবেন।

নিজের স্বপ্নপূরণ করার লক্ষ্যে এগিয়ে মুম্বাই যাত্রা করেছিলেন অবিনাশ। সেখানে গিয়ে একটি হোস্টেলে থাকতে শুরু করেন তিনি। কিন্তু সেখানকার বন্ধুরা তাঁর ব্যক্তিত্ব দেখে, তাঁকে নায়ক হওয়ার পরামর্শ দেন। এরপর মডেলিং জগতে পা রেখে খুব দ্রুতই একজন খ্যাতনামা মডেল হিসাবে পরিচিতি লাভ করেন অবিনাশ।

এইভাবেই তাঁর কছে একদিন ‘অর পেয়ার হো গয়া’ চলচ্চিত্রের প্রস্তাব আসে। ১৯৮৬ সালের এই চলচ্চিত্র তাঁর জীবনের এক অন্য দরজা খুলে দেয়। এরপর ‘ইনসাফ কি পুকার’, ‘আই মিলন কি রাত’, ‘রুপি দশ কোটি’, ‘মীরা কা মোহন’, ‘জুনুন’, ‘গীত’, ‘পুলিশ অর মুজারিম’, ‘বলমা’-র মত একাধিক সুপারহিট চলচ্চিত্রে তাঁকে দেখা গিয়েছিল। বেশ তরতরিয়ে উঠছিল তাঁর কেরিয়ার।

img 20230318 153839

এরপর ১৯৯০ সালে মডেলিং দুনিয়ার বন্ধু ছায়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অবিনাশ। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাঁর জীবনের দাম্পত্য কলহের প্রভাব পড়তে থাকে তাঁর কেরিয়ারের উপর। এসময় ছাড়তে থাকেন একের পর এক সুপারহিট চলচ্চিত্র। আর এই সকল চলচ্চিত্রের প্রস্তাব চলে যায় অক্ষয়, সুনীল, সাইফ আলী খান, অজয় ​​দেবগনদের কাছে। এইভাবে শেষ হতে থাকে অবিনাশের কেরিয়ার এবং ২০০০ সালে ছায়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের বেশকিছু বছর পর ছোট পর্দায় অভিনয় শুরু করেন অবিনাশ।